বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

জামশেদপুর ম্যাচে ড্র মোলিনার চিন্তা বাড়াবে

আক্রমণাত্মক ফুটবল খেলেও ড্র অনেক দেখেছি। তবে এমন সুযোগ হাতছাড়ার প্রদর্শনী সত্যিই বিরল। শুক্রবার জামশেদপুরের বিরুদ্ধে হেলায় জেতা উচিত ছিল হোসে মোলিনা ব্রিগেডের। কিন্তু তিনের বদলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মোহন বাগান। ড্র করে অযথা ঘাড়ে চাপ ডেকে আনল কামিংসরা।
তারকাখচিত দল মোহন বাগান। এক ঝাঁক ম্যাচ উইনার। কিন্তু মোক্ষম সময়ে সকলেই যেন কাগুজে বাঘ হয়ে গুটিয়ে গেল। দায় এড়াতে পারে না সবুজ-মেরুন রক্ষণভাগও। জামশেদপুরের নাইজেরিয়ান ডিফেন্ডার এজে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, মোলিনার সাধের মাঝমাঠ আর ডিফেন্স কতটা ঠুনকো। তবুও শেষ লগ্নে ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত না হলে ম্যাচটা জিততেই পারত মোহন বাগান। এমন হতশ্রী রেফারিং নিয়ে নতুন করে আর কি বলব! প্রতি ম্যাচে চূড়ান্ত অদক্ষতার পরিচয় দিচ্ছে তারা। ফেডারেশন কর্তারা কি খেলা দেখেন? দেখলে ম্যাচ পরিচালনার দায়িত্ব এরা পায় কী করে?
ম্যাচে প্রতিপক্ষের গোল লক্ষ্য করে ১৩টি শট নিয়েছিল মনবীররা। তারমধ্যে তেকাঠির মধ্যে ছিল পাঁচটা। অথচ গোল মাত্র একটি। একজন প্রাক্তন স্ট্রাইকার হিসেবে এমন পরিসংখ্যান দেখে বিরক্তি জন্মাচ্ছে। চলতি আইএসএলে ম্যাকলারেন হল ‘দ্য বেস্ট ক্যাচ’। অস্ট্রেলিয়ান লিগের সর্বকালের সেরা গোলদাতা বলে কথা। কিন্তু সবুজ-মেরুন জার্সিতে সেই ধার কোথায়? ১৫ ম্যাচে তার নামের পাশে মাত্র ছয় গোল। গুয়াহাটিতে অনুষ্ঠিত ডার্বিতে লক্ষ্যভেদের পর ভেবেছিলাম ছন্দে ফিরেছে। কিন্তু শুক্রবার যেভাবে একের পর এক সুযোগ নষ্ট করল তা বড় ফুটবলারের পক্ষে বেমানান। আর লিস্টন তো প্রতি ম্যাচেই এক ভুল করছে। কখনও কখনও মনে হয়, বলটা ওর ব্যক্তিগত সম্পত্তি।
মোহন বাগান ডিফেন্সও প্রতি ম্যাচেই কাঁপছে। একজন ফুটবলার প্রায় ৬০ গজের সোলো রানে গোল করল বিনা বাধায়। আপুইয়া তখন স্রেফ দর্শক। আশিস রাই লাট্টুর মতো পাক খেল বার দুই। বিদেশি ডিফেন্ডাররাও বিপদ বুঝে এগল না। আমাদের সময় মনোরঞ্জন ভট্টাচার্য বা আলোক মুখার্জিকে দেখেছি। এমন পরিস্থিতিতে আগেই স্লাইডিং ট্যাকলে বল বিপন্মুক্ত করে দিতেন। কিন্তু আপুইয়ারা তাঁদের ধারেকাছেই আসে না। দ্রুত হাল ফেরাতে না পারলে মোলিনা ব্রিগেডের কপালে দুর্ভোগ আছে। বিশেষ করে লিগের শেষ পর্যায়ে অ্যাওয়ে ম্যাচে এভাবে পয়েন্ট নষ্ট করলে স্বপ্নভঙ্গ হতে দেরি লাগবে না।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগমের সম্ভাবনা।  সন্তানের কর্ম প্রাপ্তির সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে জটিলতা কিছুটা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
19th     January,   2025
দিন পঞ্জিকা