বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

ক্লান্তি নিয়ে অজুহাত দিতে চান না মোহন বাগান কোচ মোলিনা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মোহন বাগানের অনুশীলন শুরু হওয়ার কথা ছিল বেলা সাড়ে এগারটায়। কিন্তু যুবভারতীর প্র্যাকটিস মাঠের ড্রেসিং-রুম থেকে স্টুয়ার্টরা বেরলেন বারোটার পর। খোঁজ নিয়ে জানা গেল, ফুটবলারদের ক্লাস নিচ্ছিলেন সবুজ-মেরুন হেডস্যার। জামশেদপুরের বিরুদ্ধে এগিয়ে থেকেও পয়েন্ট নষ্ট করায় বেজায় বিরক্ত হোসে মোলিনা। আত্মতুষ্টির ব্যাপারে ফুটবলারদের বারবার সতর্ক করেছেন তিনি। অবশ্য সাংবাদিক সম্মেলনে ফুটবলারদের পাশে দাঁড়িয়ে তাঁর মন্তব্য, ‘জামশেদপুরের বিরুদ্ধে আমরা অন্যতম সেরা ম্যাচ খেলেছি। প্রতিপক্ষ পুরো ম্যাচে মাত্র একটি শট গোলে রাখে। তবে দ্বিতীয়ার্ধের প্রথম ২০ মিনিটে আমাদের ফুটবলাররা মনঃসংযোগ হারায়।’
মোলিনার ফোকাস এখন মঙ্গলবারের চেন্নাইয়ান ম্যাচে। সোমবার কলকাতায় প্র্যাকটিস করে দুপুরে চেন্নাইয়ের বিমান ধরবে সবুজ-মেরুন ব্রিগেড। মাত্র তিন দিনের ব্যবধানে দু’টি ম্যাচ খেলতে হচ্ছে মোহন বাগানকে। তার উপর জামশেদপুরের বাস-জার্নিতে ক্লান্তি আসা স্বাভাবিক। তাই রবিবার প্রথম একাদশের ফুটবলারদের জন্য অপশনাল প্র্যাকটিস রেখেছিলেন বাগান কোচ। ফিজিক্যাল ট্রেনিংয়ের পরই মাঠ ছাড়েন আপুইয়া। খালি গায়ে মিঠে রোদ মেখে সতীর্থদের সঙ্গে খুনসুটিতে মাতলেন কামিংস। সাইড লাইনে এক অনুরাগী তাঁর উদ্দেশে প্রশ্ন ছোড়েন, ‘আপনি কি ক্রিকেট দেখেন?’ অজি তারকার জবাব, ‘সেভাবে ফলো করি না। তবে বিরাট কোহলিকে চিনি। দারুণ ব্যক্তিত্ব।’ ফুরফুরে মেজাজে আছেন অজি বিশ্বকাপার। তবে মোলিনা বেশ গম্ভীর। স্প্যানিশ কোচ অজুহাতে বিশ্বাসী নন। ক্লান্তির প্রশ্নে বেশ বিরক্ত তিনি। তাঁর মন্তব্য, ‘ওড়িশা ও নর্থ ইস্টের পাশাপাশি চলতি মরশুমে সবচেয়ে বেশি লক্ষ্যভেদ করেছি আমরা। সবচেয়ে কম গোল খেয়েছি। তারপরও প্রশ্ন করছেন, প্লেয়াররা ক্লান্ত কিনা? গত ম্যাচে যারা ৬০ মিনিটের বেশি মাঠে ছিল স্রেফ রিকভারির জন্যই তাদের বিশ্রাম দেওয়া হয়েছে। চেন্নাইয়ানের বিরুদ্ধে সেরাটা উজাড় করে দিতে প্রত্যেকে তৈরি।’ তবে চোটের জন্য পরের ম্যাচে নেই অনিরুদ্ধ থাপা। আশিক কুরুনিয়ানের পাশাপাশি সাহাল আব্দুল সামাদও অনিশ্চিত। এদিন কেরালাইট মিডিও রিহ্যাব করেই কাটালেন।
এদিকে, রবিবার কেরল ব্লাস্টার্স থেকে চেন্নাইয়ানে যোগ দিলেন প্রীতম কোটাল। মঙ্গলবার মোহন বাগানের বিরুদ্ধে ম্যাচ দিয়েই নতুন ক্লাবে অভিযান শুরু করতে পারেন সবুজ-মেরুনের প্রাক্তনী।
10h 10m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগমের সম্ভাবনা।  সন্তানের কর্ম প্রাপ্তির সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে জটিলতা কিছুটা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
19th     January,   2025
দিন পঞ্জিকা