বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

নারীশিক্ষায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আবেদন তালিবান মন্ত্রীরই

কাবুল: অবিলম্বে নারীশিক্ষার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করুক প্রশাসন। মেয়েদের অধিকার কেড়ে নেওয়া ঠিক নয়। শনিবার এই ভাষাতেই তালিবান সরকারের নিন্দা করলেন আফগানিস্তানের উপ বিদেশমন্ত্রী শের আব্বাস স্তানিকজাই। এদিন খোস্ত প্রদেশে একটি ধর্মীয় স্কুলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সেখানেই নারীশিক্ষার উপর নিষেধাজ্ঞার বিরোধিতা করেন উপ বিদেশমন্ত্রী। স্তানিকজাই বলেন, ‘অতীতেও এই নিষেধাজ্ঞার কোনও যৌক্তিকতা ছিল না। আজও নেই।’ এই স্তানিকজাই ভারতে সামরিক প্রশিক্ষণ নিয়েছিলেন। সেই সময় বন্ধুমহলে ‘শেরু’ বলে পরিচিত ছিলেন।
প্রসঙ্গত, ক্ষমতায় আসার পরেই ষষ্ঠ শ্রেণির উপর মেয়েদের শিক্ষায় নিষেধাজ্ঞা জারি করেছে তালিবান সরকার। প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুর চড়িয়েছিল আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলি। এবার শিক্ষা ব্যবস্থা নিয়ে সরাসরি সরকারের বিরোধিতা করলেন এক মন্ত্রী। এক্স হ্যান্ডলে দেওয়া ভিডিওতে তিনি বলেন, ‘শীর্ষ নেতৃত্বের কাছে ফের শিক্ষার দরজা খুলে দেওয়ার আর্জি জানাচ্ছি। দেশের জনসংখ্যা ৪ কোটি। তার মধ্যে ২ কোটি নাগরিকের সঙ্গে অবিচার করা হচ্ছে। কেড়ে নেওয়া হয়েছে সমস্ত অধিকার। শরিয়তি আইনে এমন কিছু লেখা নেই। এটা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত।’ 
এটাই অবশ্য প্রথম নয়। এর আগেও নারীশিক্ষায় নিষেধাজ্ঞা নিয়ে উল্টো সুর শোনা গিয়েছে তালিবান সরকারের এই মন্ত্রীর গলায়। এক সময় জোর গলায় দাবি করেছিলেন, এর জেরে প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব তৈরি হচ্ছে। তবে এবার সরাসরি তালিবান নেতা আখুন্দজাদার কাছেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন রাখলেন তিনি। প্রকাশ্যে প্রশ্ন তুললেন সরকারি নীতি নিয়ে। তালিবান সরকার কি স্তানিকজাইয়ের কথা রাখবে? উত্তরের অপেক্ষায় আন্তর্জাতিক মহল।
28d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সৃষ্টিশীল কাজকর্মে উন্নতি হবে।  কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। বিশেষ কোনও কারণে মানসিক অস্থিরতা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৭.৩৮ টাকা ১১১.১৫ টাকা
ইউরো৮৯.৩৬ টাকা৯২.৭৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
16th     February,   2025
দিন পঞ্জিকা