বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

পণবন্দিদের মুক্তি নিয়ে কাটল জট, অবশেষে হামাসের সঙ্গে ইজরায়েলের যুদ্ধবিরতি

জেরুজালেম: ইজরায়েল ও হামাসের মধ্যে আপাতত যুদ্ধ বন্ধ হল। সংঘর্ষবিরতির শর্ত অনুযায়ী, রবিবার হামাসের পক্ষ থেকে তিন মহিলা পণবন্দির নাম প্রকাশ করা হয়। পরে তাঁদের রেড ক্রসের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। তিনজননই গাজায় নিজেদের ঘরে ফিরে এসেছেন বলে জানা যাচ্ছে। তাঁদের মুক্তির ঘোষণার পরেই এদিন যুদ্ধবিরতিতে সবুজ সঙ্কেত দেয় ইজরায়েল। নির্ধারিত সময়ের তিনঘণ্টা পর থেকে এই যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হল। ইতিমধ্যেই ৩৩ জন পণবন্দিকে মুক্তি দিয়ে রেড ক্রসের হাতে তুলে দেওয়া হয়েছে।  দীর্ঘ ১৫ মাস পরে গত বুধবার কাতারের মধ্যস্থতায় ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে তা কার্যকর করা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। ইজরায়েল শর্ত দেয়, পণবন্দিদের সম্পর্কে সম্পূর্ণ তথ্য ও তাঁদের মুক্তি না দেওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। তবে যুদ্ধবিরতির আশায় বুক বাঁধছিলেন গাজার বাসিন্দারা। রবিবার সকাল থেকেই আনন্দে মেতে ওঠেন তাঁরা। ঘরছাড়াদের অনেকেই নিজেদের এলাকায় ফিরতেও শুরু করেন। 
যুদ্ধবিরতি নিয়ে হামাসের উপর সমানে চাপ বজায় রেখেছিল ইজরায়েল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগেই জানিয়েছিলেন, চুক্তির শর্ত মেনে তিন মহিলা পণবন্দির নাম প্রকাশ করতে হবে হামাসকে। এরপরেও রবিবার নির্ধারিত সকাল সাড়ে ৮টা বেজে গেলেও তাঁদের নাম প্রকাশ বা মুক্তি নিয়ে উচ্চবাচ্য করেনি হামাস। ইজরায়েলি সেনার শীর্ষ মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হেগারি হুমকি দেন, চুক্তির শর্ত না মানা পর্যন্ত ইজরায়েল হামলা চালিয়ে যাবে। গাজার কয়েকটি এলাকার দিকে অস্ত্র তাক করা হয়েছে বলে তেল আভিভ হুঁশিয়ারি দেয়। অবশেষে সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ তিন মহিলা পণবন্দির তালিকা প্রকাশ করে এদিন তাদের মুক্তি দেওয়া হবে বলে জানিয়ে দেয় হামাস।
7h 7m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগমের সম্ভাবনা।  সন্তানের কর্ম প্রাপ্তির সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে জটিলতা কিছুটা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
19th     January,   2025
দিন পঞ্জিকা