বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

সংসদ ও আরটিআইয়ে কেন্দ্রের  জবাবে আকাশ-পাতাল ফারাক!

সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি: পার্লামেন্ট ইজ সুপ্রিম। সরকারের জবাবহিদির সর্বোচ্চ মঞ্চ। অথচ সেখানেই গোটা দেশকে বিভ্রান্তকর তথ্য দিচ্ছে নরেন্দ্র মোদির সরকার! তথ্য জানার অধিকার আইনে পাওয়া সাম্প্রতিক এক জবাবের ভিত্তিতেই উঠল এমনই গুরুতর অভিযোগ। কারণ সংসদে দেওয়া সরকারি তথ্য এবং আরটিআইয়ের জবাবের মধ্যে ফারাক আকাশপাতাল। ফলে এই দুইয়ের মধ্যে কোনটি সঠিক? প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল।
ইস্যু: নতুন ৫০০ এবং দু’ হাজার টাকার জাল নোট। সংসদে সরকার যে জবাব দিয়েছে তার সঙ্গে আরটিআইয়ে পাওয়া উত্তর মিলছে না। সংসদে সম্প্রতি সরকার জানিয়েছে, ২০১৮-১৯ থেকে ২০২৩-২৪ অর্থবর্ষে (বিগত ছ’বছরে) নতুন ৫০০ টাকার জাল নোট মোট ধরা পড়েছে ৩ লক্ষ ৪৭ হাজার ৮৬২ মিলিয়ন বা ৩৪,৭৮৬ কোটি ২০ লক্ষটি। একইভাবে এই সময়কালে জাল দু’হাজার টাকার নোট রিজার্ভ ব্যাঙ্কে জমা পড়েছে ৯৭ হাজার ১১০ মিলিয়ন বা  ৯ হাজার কোটিরও  বেশি। 
সংসদে সরকারের এমন তথ্য দেখে আরটিআই করেন মুম্বইপ্রবাসী বাঙালি মনোরঞ্জন রায়। ১৫ জানুয়ারি তাঁর প্রশ্নের জবাবি চিঠি দেন অর্থমন্ত্রকের আন্ডার সেক্রেটারি সুবোধ কুমার। যেখানে গত ২৫ নভেম্বর সংসদে পেশ করা অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরীর লিখিত উত্তরটিও যুক্ত করা হয়েছে। কিন্তু সেখানে নেই ‘মিলিয়ন’ শব্দটি। বলা হয়েছে, গত ছ’বছরে জাল ৫০০ টাকার নোট ধরা পড়েছে ৩ লক্ষ ৪৭ হাজার ৮৬২টি। আর দু’হাজার টাকার জাল নোটের সংখ্যা ৯৭ হাজার ১১০টি।
তাহলে কোনটি সঠিক? প্রশ্ন তুলে মনোরঞ্জনবাবু এ ব্যাপারে তদন্তের দাবি করেছেন। বলেন, ‘আরটিআইয়ের জবাব দেওয়া হয় আবেদনকারীকে। সংসদে দেওয়া প্রশ্নের উত্তর গোটা দেশ জানে। সেখানে কি তাহলে ছাপার অক্ষরে বিভ্রান্তকর জবাব দেওয়া হয়েছে?’ 
এমনই আবহে আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। যদিও বিরোধীদের অভিযোগ, আদতে সরকার সংসদ চালাতে চায় না। সঠিক জবাব দিতে চায় না। সংসদকে গভীর অন্ধকূপে পরিণত করেছে বলে ঩তোপ দেগেছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। কেন মাত্র ১৫ দিন আগে জানানো হল সংসদ অধিবেশনের কথা? এই প্রশ্নও তুলেছেন তিনি।
7h 7m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগমের সম্ভাবনা।  সন্তানের কর্ম প্রাপ্তির সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে জটিলতা কিছুটা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
19th     January,   2025
দিন পঞ্জিকা