বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

নাইডু-পুত্রকে উপ মুখ্যমন্ত্রী করার দাবি টিডিপির, অন্ধ্রে এনডিএ জোটে দ্বন্দ্বের ছায়া

অমরাবতী: অন্ধ্রপ্রদেশে শাসক জোটেই কি এবার ক্ষমতার দ্বন্দ্ব! বিধানসভা ভোটে জিতে দক্ষিণের এই রাজ্যে ক্ষমতায় এসেছিল এনডিএ। জোটের বৃহত্তম শরিক হিসেবে পিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুই মুখ্যমন্ত্রী হন। উপ মুখ্যমন্ত্রীর পদ পেয়েছিলেন দ্বিতীয় বৃহত্তম শরিক জনসেনা পার্টি (জেএসপি)-র সুপ্রিমো পবন কল্যাণ। কিন্তু টিডিপির নেতারা দাবি তুলতে শুরু করেছেন, চন্দ্রবাবুর ছেলে নারা লোকেশকেও উপ মুখ্যমন্ত্রীর দায়িত্বে নিয়ে আসা হোক। অর্থাৎ, গুরুত্ব কমিয়ে দেওয়া হোক পবনের। বর্তমানে নাইডু-পুত্র অন্ধ্রের মানব সম্পদ উন্নয়ন ও তথ্যপ্রযুক্তি দপ্তরের মন্ত্রিত্ব সামলাচ্ছেন। কিন্তু টিডিপির একাধিক শীর্ষ নেতার দাবি করতে শুরু করেছেন, লোকেশ আরও বড় দায়িত্ব সামলানোর জন্য যোগ্য ব্যক্তি। তাই তাঁর অবিলম্বের ‘পদোন্নতি’ প্রয়োজন। যুক্তি হিসেবে টিডিপি নেতারা বলছেন, অন্ধ্রে এনডিএকে ক্ষমতায় আনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন লোকেশ। সম্প্রতি তাঁর নেতৃত্বেই সদস্য সংগ্রহ অভিযানে ব্যাপক সাড়া পেয়েছে টিডিপি। তাই তাঁকে শুধু সাধারণ মন্ত্রীর দায়িত্বে সীমাবদ্ধ রাখা উচিত নয়। টিডিপির এক বর্ষীয়াণ নেতার বক্তব্য, দল ও সরকারকে নেতৃত্ব দেওয়ার জন্য লোকেশ এখন যোগ্য ব্যক্তি। তবে ছেলেকে উপ মুখ্যমন্ত্রী করবেন কি না, সেই সিদ্ধান্ত চন্দ্রবাবুই নেবেন। 
তবে লোকেশকে উপ মুখ্যমন্ত্রী পদে নিয়ে আসার দাবির পিছনে অন্য সমীকরণও কাজ করছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তাদের মতে, লোকেশকে উপ মুখ্যমন্ত্রীর দায়িত্বে এনে আদতে ভবিষ্যতে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি মসৃণ রাখতে চাইছে টিডিপি। সেক্ষেত্রে প্রয়োজন হলে, নাইডুর পরিবর্তে তাঁর ছেলেকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া অনেক সহজ হবে। রাজনীতির আঙিনায় পবন কল্যাণ নতুন হলেও অভিনেতা হওয়ার সুবাদে তাঁর জনপ্রিয়তা রয়েছে। উপ মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই জনপ্রিয়তা আরও বেড়েছে। বিষয়টি ভালোভাবে নিচ্ছে না টিডিপির একাংশ। তাই পবনের পাশাপাশি আরও একজনকে উপ মুখ্যমন্ত্রীর দায়িত্ব আনতে চাইছে তারা। ওই শীর্ষ টিডিপি নেতাও মেনে নিয়েছেন, লোকেশকে উপ মুখ্যমন্ত্রী করা হলে জনসেনা তা নিয়ে আপত্তি তুলতেও পারে।
অন্ধ্রপ্রদেশ বিধানসভার ডেপুটি স্পিকার কে রঘুরাম কৃষ্ণ রাজু বলেন, ‘টিডিপির কর্মীরা চাইছেন, লোকেশকে উপ মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হোক। এটাই দলের কর্মীদের মত।’ আরেক শীর্ষ টিডিপি নেতা শ্রীনিবাস রেড্ডিও  সম্প্রতি একটি সভায় লোকেশকে উপ মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়ার জন্য আবেদন করেন। তবে বিষয়টি নিয়ে জনসেনা পার্টির তরফে কেউ কোনও মন্তব্য করতে চাননি। তবে এনডিএর অপর শরিক বিজেপির নেতা লঙ্কা দিনকর লোকেশের রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতা মেনে নিয়েছেন। যদিও আলোচনা করেই এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।
7h 7m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগমের সম্ভাবনা।  সন্তানের কর্ম প্রাপ্তির সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে জটিলতা কিছুটা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
19th     January,   2025
দিন পঞ্জিকা