বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

গালওয়ান-সিয়াচেনে বেড়াতে যাওয়ার সুযোগ,   কেন্দ্রের উদ্যোগে শুরু হচ্ছে ‘যুদ্ধক্ষেত্র পর্যটন’

নয়াদিল্লি: গালওয়ানে যেখানে চীনা ফৌজের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করেছিলেন ভারতীয় জওয়ানরা, সেই জায়গটা ঠিক কেমন? বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্র সিয়াচেনে কতটা রুক্ষ আবহাওয়ায় পাহারা দেন সেনা জওয়ানরা? এতদিন ইচ্ছা থাকলেও নিরাপত্তাজনিত কারণে এসব জায়গায় যাওয়া সাধারণ ভারতীয় নাগরিকদের পক্ষে সম্ভব ছিল না। কিন্তু সেই ছবিটা এবার পাল্টাতে চলেছে। নেপথ্যে প্রতিরক্ষা মন্ত্রকের নতুন উদ্যোগ। কার্গিল সহ বিভিন্ন রণাঙ্গনে অসামান্য বীরত্বের স্বাক্ষর রেখেছে ভারতীয় সেনা। সেই সব স্থানকে নিয়ে ‘ভারত রণভূমি দর্শন’ শুরু করেছে প্রতিরক্ষা মন্ত্রক। উদ্দেশ্য, বিখ্যাত যুদ্ধক্ষেত্রগুলিকে পর্যটনস্থল হিসেবে গড়ে তোলা। পর্যটন মন্ত্রকের সঙ্গে যৌথভাবে কাশ্মীরের গালওয়ান, সিয়াচেন, সিকিমের নাথু লা, অরুণাচল প্রদেশের কিবিথু সহ আরও ৭৫টি জায়গাকে এই  ‘যুদ্ধক্ষেত্র পর্যটন’-এর আওতায় নিয়ে আসা হচ্ছে। রাজস্থানের লোঙ্গেওয়ালার মতো কয়েকটি স্থান ইতিমধ্যেই পর্যটকদের মধ্যে জনপ্রিয়। ১৫ জানুয়ারি ছিল সেনা দিবস। ওই দিনই ‘ভারত রণভূমি দর্শন’-এর উদ্বোধন হয়। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর,  নতুন উদ্যোগের ফলে সীমান্ত এলাকার পর্যটনের উন্নতির পাশাপাশি ভারতীয় সেনার ইতিহাস নিয়ে সচেতনতা ও দেশাত্মবোধ আরও বৃদ্ধি পাবে। চাঙ্গা হবে স্থানীয় অর্থনীতিও।
কীভাবে যাওয়া যাবে ওই সব প্রতিকূল এলাকায়? মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ‘ভারত রণভূমি দর্শন’-এর ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে ‘যুদ্ধক্ষেত্রে’ যাওয়ার জন্য আবেদন করা যাবে। অ্যাপের মাধ্যমেই যুদ্ধক্ষেত্রগুলি সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পারবেন পর্যটকরা। ২০২০ সালে গালওয়ানে ভারত ও চীনের সেনার সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হন। মৃত্যু হয়েছে ৩৫-৪৫ জন চীনা সেনারও। তার আগে ২০১৭ সালে ডোকা লা’তেও পরিকাঠামো তৈরি নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছিল। এখন থেকে গালওয়ান বা ডোকা লার পরিস্থিতি কী, তা নিজের চোখেই দেখতে পারবেন পর্যটকরা। একইভাবে ১২ হাজার ফুট উচ্চতায় সিয়াচেনের বেস ক্যাম্প থেকে ১৫ হাজার ফুট পর্যন্ত পর্যটকদের যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। তবে সব ক্ষেত্রেই নিরাপদ দূরত্ব পর্যন্তই যাওয়া যাবে।
সেনা সূত্রে খবর, সীমান্ত এলাকায় এখন রাস্তা সহ বিভিন্ন পরিকাঠামোর ব্যাপক উন্নতি হয়েছে। তাই পর্যটকদের নিরাপদে যাতায়াতে কোনও সমস্যা হবে না। প্রাক্তন চিফ অব ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল সতীশ দুয়ার বক্তব্য, ‘এতদিন নিরাপত্তার কারণেই সাধারণ ভারতীয়দের সীমান্তে যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ জারি ছিল। এখন তাঁরা সরাসরি সেনা জওয়ানদের সঙ্গে কথা বলতে পারবেন, তাঁদের অভিজ্ঞতার কথা জানতে পারবেন।’
7h 7m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগমের সম্ভাবনা।  সন্তানের কর্ম প্রাপ্তির সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে জটিলতা কিছুটা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
19th     January,   2025
দিন পঞ্জিকা