বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

কেন্দ্র বৈঠকের ঘোষণা করা চিকিৎসায় রাজি কৃষক নেতা

নয়াদিল্লি: অবশেষে ঘুম ভাঙল মোদি সরকারের। শম্ভু ও খানাউরি সীমানায় আন্দোলনরত কৃষকদের সঙ্গে আলোচনায় বসার কথা ঘোষণা করেছে কেন্দ্র। আগামী ১৪ ফেব্রুয়ারি চণ্ডীগড়ে হবে বহু প্রতিক্ষিত সেই বৈঠক। মোদি সরকারের এই ঘোষণার পরই চিকিৎসায় রাজি হয়েছেন কৃষক নেতা জগজিৎ সিং দাল্লেওয়াল। দাবি আদায়ে আমৃত্যু অনশন শুরু করেছেন তিনি। শনিবার ৫৪দিনে পা দিয়েছে সেই কর্মসূচি। চিকিৎসায় রাজি হলেও মোদি সরকার ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি বৈধতা না দেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন জগজিৎ।  এদিকে, তাঁর সঙ্গে ১২১ জন কৃষকদের একটি দলও অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছিল। এদিন তারা আন্দোলন প্রত্যাহার করেছে। পাঞ্জাব পুলিসের ডিআইজি মনদীপ সিং সাঁধু ও পাতিয়ালার এসএসপি নানক সিংয়ের উপস্থিতিতে ফলের রস খেয়ে অনশন ভাঙেন তাঁরা। জানা গিয়েছে, কৃষিমন্ত্রকের যুগ্ম সচিব প্রিয় রঞ্জনের নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের একটি প্রতিনিধি দল এদিন জগজিতের সঙ্গে দেখা করেন। সংযুক্ত কিষান মোর্চা ও কিষান মজদুর মোর্চার সদস্যদের সঙ্গেও কথা বলেন তাঁরা। সেখানে ১৪ ফেব্রুয়ারি বৈঠকের ব্যাপারে সিদ্ধান্ত হয়। চণ্ডীগড়ের মহাত্মা গান্ধী স্টেট ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে ওই বৈঠক হবে। এদিন যুগ্ম সচিব জানান, জগজিতের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। তাই কেন্দ্র উচ্চপদস্থ প্রতিনিধি দল পাঠিয়েছে।
7h 7m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগমের সম্ভাবনা।  সন্তানের কর্ম প্রাপ্তির সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে জটিলতা কিছুটা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
19th     January,   2025
দিন পঞ্জিকা