বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

উপেক্ষার বদলা, কন্যা সহ প্রেমিকার গলা কেটে খুন

লখনউ: বিবাহ বহির্ভূত সম্পর্কের ভয়ঙ্কর পরিণতি। উপেক্ষার প্রতিশোধ নিতে প্রেমিকা ও তাঁর শিশুকন্যাকে গলা কেটে খুন করল যুবক। উত্তরপ্রদেশের লখনউয়ের মালিয়াবাদের এই ঘটনায় ফোন কলের সূত্র ধরে অভিযুক্ত যুবক বিকাশকে গ্রেপ্তার করেছে পুলিস। নিহত গীতা ও বিকাশ একে অপরের দূর সম্পর্কের আত্মীয়। লকডাউনের সময় থেকে বিবাহিতা গীতার সঙ্গে বিকাশের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। মোবাইলেও নিয়মিত যোগাযোগ ছিল তাঁদের। এরমধ্যে বিগত ১১ মাসেই দু’জনের মধ্যে ১৬০০ বার কথা হয়েছে! পুলিস জানিয়েছে, জেরায় বিকাশ অপরাধ স্বীকার করেছে ।
পুলিস সূত্রে খবর, দুই সন্তান দীপিকা (৬) ও দীপাংশু (৪)কে  নিয়ে মালিয়াবাদে থাকতেন গীতা। তাঁর স্বামী প্রকাশ মুম্বইতে কাজ করেন।  গত ১৫ জানুয়ারি গীতা ও দীপিকা বাড়িতে একাই ছিল। দীপাংশু এক আত্মীয়ের বাড়িতে ছিল। পরের দিন বাড়ির লোকজন গীতার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। বাড়িতে এসে ডাকাডাকির পরও সাড়াশব্দ মেলেনি। তখন মই বেয়ে উঠে জানলা দিয়ে দেখতেই মা-মেয়ের গলা কাটা দেহ নজরে আসে। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিস। ওয়েস্ট জোনের ডিসিপি বিশ্বজিৎ শ্রীবাস্তব জানিয়েছেন, ঘটনাস্থল থেকে দু’টি মোবাইল ফোন উদ্ধার হয়। একটি সুইচ অফ। অন্যটি সাইলেন্ট। ফোনের কললিস্ট খতিয়ে দেখে জানা যায়,  বিগত ১১ মাসে গীতা ও বিকাশের মধ্যে ১ হাজার ৬০০ বার কথা হয়েছে। গীতার ছেলেকে জিজ্ঞাসা করে জানা যায়, বিকাশ প্রায়ই তাদের বাড়িতে আসত। তারপরই অভিযুক্তকে আটক করে পুলিস। জেরায় সে জানিয়েছে, বিগত কয়েক বছরে গীতার জন্য অনেক টাকাপয়সা খরচ করেছে। কুয়েত থেকেও ফিরে আসে। কিন্তু, সপ্তাহ দু’য়েক আগে থেকে তাকে গীতার উপেক্ষার মুখে পড়তে হয়। এজন্য গত বুধবার সে গীতার কাছে গিয়েছিল। সেখানে দু’জনের মধ্যে ঝগড়া বেঁধে যায়। তারইমধ্যে রাগের মাথায় গীতা ও তাঁর মেয়েকে রান্না ঘরে ব্যবহৃত ছুরি দিয়ে গলা কেটে খুন করে বিকাশ। 
17d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাদারি উচ্চশিক্ষায় দ্রুত অগ্রগতি ও সেই সূত্রে কর্মপ্রাপ্তির  সুবর্ণ সুযোগ আসতে পারে। মিত্রবেশী শত্রু দ্বারা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৭.৫০ টাকা১১১.২৬ টাকা
ইউরো৮৯.৩০ টাকা৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা