বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

অসম এসটিএফের হাতে পাকরাও এবিটির   আরও এক জঙ্গি, মগজ ধোলাই ‘বিশেষজ্ঞ’

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিমের (এবিটি) হয়ে মগজ ধোলাই করার মূল পান্ডাকে গ্রেপ্তার করল অসম এসটিএফ। জাহের আলি নামে ওই এবিটি জঙ্গিকে রবিবার সকালে ধুবুড়ি থেকে ধরা হয়। জেরার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে গুয়াহাটি। জাহের অসম-বাংলা সীমান্তের একাধিক খারিজি মাদ্রাসায় মগজ ধোলাই করত। পাশাপাশি, ব্রেন ওয়াশ কীভাবে করতে হবে, তারও পাঠ দিত খারিজি মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত জঙ্গি নেতাদের।
এবিটি জঙ্গি নুর ইসলামকে জেরা করে তদন্তকারীরা জানতে পারেন, তাদের সংগঠনে মগজ ধোলাই করার জন্য দায়িত্ব দেওয়া রয়েছে জাহেরের উপর। ধুবু঩ড়িতে সে অটো চালকের ছদ্মবেশে এবিটির হয়ে কাজ করছে। জঙ্গি ভাবধারার প্রতি অটো চালকদের আকৃষ্ট করে তাদের সংগঠনে আনছে সে। নুর ধরা পড়ার পর জাহের অটো চালানো বন্ধ করে দেয়। জাহের বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহার সূত্রে জানা যায়, জাহের একজনের সঙ্গে চ্যাট করছে। আইপি অ্যাড্রেস থেকে তার অবস্থান চিহ্নিত করে এসটিএফ। তার ডেরায় হানা দিয়ে গ্রেপ্তার করা হয় জাহেরকে। 
জাহের এসটিএফের জেরায় জানিয়েছে, পশ্চিমবঙ্গ, অসম ও ঝাড়খণ্ডে সংগঠনের ভাবাদর্শ প্রচার করার দায়িত্ব তাকে দিয়েছিল এবিটির চিফ জসিমউদ্দিন রহমানি। ওইসঙ্গে নতুন যুবকদের মগজ ধোলাই করাও ছিল তার ‘পবিত্র’ কাজ। নুরের সঙ্গে জাহের মুর্শিদাবাদের বিভিন্ন খারিজি মাদ্রাসায় যেত এবং জেহাদি ভাবধারার প্রচার চালাত। পাশাপাশি, অসমে ঢুকেও একই কাজ করছিল জাহের। 
পরে এবিটি চিফ, তাকে ভারতের বিভিন্ন জায়গায় তাদের খারিজি মাদ্রাসায় গিয়ে গিয়ে বক্তব্য রাখার দায়িত্ব দেয়। জাহের সেইমতো সর্বত্র গিয়ে তরুণদের মগজ ধোলাই করে এবিটিতে ভেড়ানোর কাজ করছিল। পাশাপাশি, অনুমোদনহীন মাদ্রাসাগুলির দায়িত্বপ্রাপ্ত জঙ্গি গোষ্ঠীর সদস্যরা পড়ুয়াদের কীভাবে জঙ্গি সংগঠনে টানবে, সেই পাঠও দিত জাহের। সোশ্যাল মিডিয়াতেও ভুয়ো নামে একাধিক প্রোফাইল খুলে সে এবিটির হয়ে নিয়োগ চালিয়েছে। তার হাত ধরে কত যুবক এবিটিতে এসেছে এবং তারা কোথায় কাজ করছে, জাহেরকে জেরা করে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
17d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাদারি উচ্চশিক্ষায় দ্রুত অগ্রগতি ও সেই সূত্রে কর্মপ্রাপ্তির  সুবর্ণ সুযোগ আসতে পারে। মিত্রবেশী শত্রু দ্বারা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৭.৫০ টাকা১১১.২৬ টাকা
ইউরো৮৯.৩০ টাকা৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা