বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

আম্বেদকর ইস্যুতে ‘মন কি বাত’-এ ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সংসদে সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরকে নিয়ে অমিত শাহর মন্তব্য ঘিরে আক্রমণের সুর জোরালো করছে বিরোধী শিবির। এই পরিস্থিতিতে নিজের ‘মন কি বাত’  রেডিও অনুষ্ঠানে  রাজেন্দ্র প্রসাদ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পাশাপাশি আম্বেদকরের অডিও ক্লিপিং চালালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এভাবে আম্বেদকর ইস্যুতে মোদি ফের ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করলেন বলেই মনে করা হচ্ছে।  আগামী ২৬ জানুয়ারি দেশের ৭৫ তম সাধারণতন্ত্র দিবস। তার আগে রবিবারের অনুষ্ঠানে সংবিধান রচনায় গণ পরিষদের অবদানের কথা স্মরণ করলেন প্রধানমন্ত্রী। কিন্তু উল্লেখ করলেন না দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রসঙ্গ। 
এদিন মোদি বলেন, ‘যে সব মহান ব্যক্তিত্বদের অবদানের কারণে আমরা পবিত্র সংবিধান পেয়েছি, তাঁদের সকলকে শ্রদ্ধা জানাই। বিভিন্ন বিষয় নিয়ে তাঁরা দীর্ঘ আলোচনা করেছেন। গণ পরিষদের সদস্যদের সেই সব চর্চা, ভাবনাই আমাদের ঐতিহ্য। ’ এদিন গণপরিষদের চেয়ারম্যান রাজেন্দ্র প্রসাদ, সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান আম্বেদকরের অডিও ক্লিপিংস চালান তিনি। তালিকায় স্থান পেয়েছেন বিজেপির পূর্বসূরী জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ও। এদিকে, মোদি সরকারের আমলে বারবার প্রশ্নের মুখে পড়েছে নির্বাচন কমিশন। ইভিএমে ভোট  থেকে শুরু করে ভোটের ভিডিও রেকর্ড নিয়ে বিধি বদল—একাধিক ইস্যুতে বিরোধীরা সরব। এমনকী, প্রধানমন্ত্রী তথা কেন্দ্রের শাসক দল বিজেপিকে বিশেষ সুবিধা দিচ্ছে বলেও কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এই আবহে কমিশনেরও ভূয়সী প্রশংসা করলেন তিনি।  মোদি বলেন, মানুষের অধিকারকে আরও শক্তিশালী করতে প্রযুক্তির ব্যবহার করছে কমিশন। সেইসঙ্গে নিরপেক্ষ ভোট পরিচালনার ক্ষেত্রে তারা দায়িত্ববোধেরও পরিচয় দিয়েছে। প্রসঙ্গত, আগামী ২৫ জানুয়ারি কমিশনের প্রতিষ্ঠা দিবস। সেদিনই জাতীয় ভোটার দিবসও পালন করা হয়। এদিন মোদি বলেন, ১৯৫১-৫২ সালে দেশে প্রথমবার নির্বাচন আয়োজন করা হয়েছিল। অনেকের মনেই সন্দেহ ছিল, গণতন্ত্র টিকবে কি না। কিন্তু, সমস্ত জল্পনা মিথ্যা প্রমাণিত হয়েছে। 
7h 7m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগমের সম্ভাবনা।  সন্তানের কর্ম প্রাপ্তির সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে জটিলতা কিছুটা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
19th     January,   2025
দিন পঞ্জিকা