বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

কুম্ভে ভয়াবহ আগুন, পুড়ে ছাই বহু তাঁবু, হতাহতের খবর নেই, যোগীকে ফোন করে খোঁজ প্রধানমন্ত্রীর

প্রয়াগরাজ: কুম্ভমেলায় ভয়াবহ আগুন। পুড়ে ছাই হয়ে গেল বহু  কুঁড়েঘর ও তাঁবু। রবিবার বিকেল চারটে নাগাদ ১৯ নম্বর সেক্টরের একটি তাঁবুতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় ওই তাঁবুটিতে। চোখের নিমেষে তা ছড়িয়ে পড়ে পাশের তাঁবুগুলিতে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন আশপাশে থাকা লোকজন। ওই তাঁবুগুলি থেকে পুণ্যার্থী ও সাধুদের দ্রুত নিরাপদ জায়গার সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করে প্রশাসন। মেলা চত্বরেই মোতায়েন দমকলের ছ’টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। দমকলের সঙ্গে আগুন নেভানোর কাজে যোগ দেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও। সেই সময় আরও কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। যার জেরে নতুন করে একের পর তাঁবুতে আগুন ছড়িয়ে পড়ে। কুম্ভমেলার অতিরিক্ত জেলাশাসক বিবেক চতুর্বেদী বলেন, ‘৭০ থেকে ৮০ টি কুঁড়েঘর ও অন্তত ১০টি তাঁবু পুড়ে ছাই হয়ে গিয়েছে।’ জানা গিয়েছে, ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল। তাঁবুগুলিতে প্রায় একশো জন মতো মানুষ থাকলেও কোনও প্রাণহানি হয়নি বলে উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে। 
আগুন লাগার খবর পেয়ে মেলাস্থলে যান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি ১৯ নম্বর সেক্টর ঘুরে দেখেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও যোগীকে ফোন করে ক্ষয়ক্ষতি কতটা হয়েছে, সেই খবর নিয়েছেন। উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক এক্স হ্যান্ডলে জানিয়েছেন, রাজ্য সরকার ও স্বাস্থ্যদপ্তরের আধিকারিকদের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তাঁরা সাধু ও পুণ্যার্থীদের সাহায্য করছেন। 
আগুন নিয়ে কোনও গুজব না ছড়ানোর জন্য অনুরোধ করেছে প্রয়াগরাজ পুলিস। কুম্ভমেলা ক্ষেত্রের ডিআইজি বৈভব কৃষ্ণ জানিয়েছেন, এদিন প্রথমে গীতা প্রেসের তাঁবুতে আগুন লাগে। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। তবে কোনও আখড়ার তাঁবুতে আগুন ধরেনি। এদিন কেউ অগ্নিদগ্ধ হননি বলেও জানিয়েছেন বৈভব। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন প্রয়াগরাজের এডিজি ভানু ভাস্কর। কুম্ভমেলার এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, ‘খুবই দুঃখজনক! এই অগ্নিকাণ্ড সকলকেই হতভম্ব করে দিয়েছে।’ ১৩ জানুয়ারি থেকে উত্তরপ্রদেশের প্রয়াগে শুরু হয়েছে পূর্ণকুম্ভ। এখনও পর্যন্ত প্রায় আট কোটি পুণ্যার্থী কুম্ভস্নান করেছেন। রবিবারও প্রায় ৪৭ লক্ষ মানুষ পূণ্যস্নান করেন। কুম্ভমেলায় নিরাপত্তার জন্য সব রকম পদক্ষেপ করা হয়েছে বলে দাবি করে এসেছে যোগী প্রশাসন। তবে, এদিনের আগ্নিকাণ্ড সেই দাবি প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। 
এদিকে, এদিন আগুন নেভানোর পাশাপাশি পুণ্যার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে আনার কাজে হাত লাগান ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা। ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ জানান, পুণ্যার্থীদের উদ্ধার করে সঙ্ঘের তাঁবুতে আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।
7h 7m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগমের সম্ভাবনা।  সন্তানের কর্ম প্রাপ্তির সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে জটিলতা কিছুটা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
19th     January,   2025
দিন পঞ্জিকা