বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

২৫ লক্ষ থেকে ২০ কোটি, কুম্ভে গাড়ির মেলা সাধুদের

প্রয়াগরাজ: ১৯৬৫ সালের রোলস রয়েস থেকে অত্যাধুনিক অডি। এলাহাবাদে পূর্ণকুম্ভে বিলাসবহুল গাড়ির ছড়াছড়ি। বিভিন্ন আখড়ার সন্ন্যাসীদের সংগ্রহে রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি। দাম ২৫ লক্ষ থেকে ২০ কোটি টাকা। মেলায় গেলেই তা দেখা যাবে। রং মূলত গেরুয়া বা সাদা। একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আখড়ার অধিকাংশ সাধুর দাবি, এই গাড়ি তাঁদের নয়। পীঠধীশ্বর, মহা মণ্ডলেশ্বর, মণ্ডলেশ্বর, মোহন্ত পদে থাকা প্রবীণ সন্ন্যাসীদের গাড়ি। প্রত্যেক গাড়ির নেম প্লেটে লেখা রয়েছে সাধুদের পদ ও সংগঠনের নাম। 
বেশিরভাগ বিলাসবহুল গাড়ি রয়েছে সেক্টর ২০-র ত্রিবেণী মার্গ ও কালী মার্গে। এটাই তথাকথিত ‘ভিআইপি’ এলাকা। বড়সড় পদযাত্রা করে কুম্ভ মেলায় আসেন বিভিন্ন আখড়ার সদস্যরা। নাম ‘পেশওয়াই’। পদযাত্রার শুরুতে ছিল শ্রী পঞ্চ দশনম জুনা আখড়া ও কিন্নর আখড়া। জুনা আখড়ার মহা মণ্ডলেশ্বর পবিত্রানন্দ গিরি ১৯৬৫ সালের রোলস রয়েসে চেপে পদযাত্রায় অংশগ্রহণ করেন। এই দৃশ্য দেখে বিস্মিত দিল্লির কলেজ পড়ুয়া সুধাংশু শুক্লা। তাঁর কথায়, ‘ঠিক যেন রাজকীয় কায়দায় প্রবেশ করলেন। কুম্ভের মতো পবিত্র অনুষ্ঠানে এই দৃশ্য ভাবাই যায় না।’
অনেক ক্ষেত্রেই গাড়ি ভাড়া নেন আখড়ার সদস্যরা। প্রতিদিন গুণতে হয় ৫ লক্ষ টাকা! তবে সাধু-সন্ন্যাসীদের ব্যক্তিগত সংগ্রহে একাধিক গাড়ি  রয়েছে। যেমন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্য স্বামী বাসুদেবানন্দ। পেশওয়াইয়ে দু’টি রোলস রয়েস নিয়ে হাজির ছিলেন তিনি। দাম ২০ কোটি টাকা। তুলসী পীঠের প্রধান জগৎগুরু রামভদ্রাচার্যের তাঁবুতে গেলেই গেরুয়া রংয়ের অডির দেখা মিলবে। দাম ৫০ লক্ষ টাকার বেশি। নিরঞ্জনী আখড়ার তাঁবুতে রয়েছে কালো মার্সিডিজ। তবে শুধু বিলাসবহুল গাড়ি নয়। সিনেমার তারকাদের মতো ভ্যানিটি ভ্যানে চড়ে পুণ্যের কুম্ভে এসেছেন শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। দেড় কোটির এই ভ্যানিটি ভ্যান তাঁর গুরু প্রয়াত শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতীকে উপহার দিয়েছিলেন এক উদ্যোগপতি। সব মিলিয়ে ত্যাগ আর বিলাসিতা যেন মিলেমিশে একাকার। 
21d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে সাফল্য ও খ্যাতি লাভের যোগ। ব্যবসা ভালো হবে। হস্তশিল্পীদের উপার্জন বৃদ্ধি পাবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
9th     February,   2025
দিন পঞ্জিকা