বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

বিডন স্ট্রিটে প্রশাসনিক টানাপোড়েনে থমকে কাজ, গর্ত টপকে যাতায়াতে জেরবার মানুষ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিডন স্ট্রিটে মিনার্ভা থিয়েটারের সামনে রাস্তা খোঁড়া হয়েছে। ডাঁই করে রাখা হয়েছে মাটি। জায়গায় জায়গায় গর্ত। স্থানীয় বাসিন্দাদের দাবি, এক-দু’দিন নয়, এভাবে মাটির ঢিবি পড়ে রয়েছে চার মাস ধরে। যাতায়াতে সমস্যা হচ্ছে। কলকাতা পুরসভা সূত্রে খবর, বিডন স্ট্রিট ও গুরুদাস স্ট্রিটের সংযোগস্থলের পাশে ২৬ নম্বর ওয়ার্ডের ‘স্যাটেলাইট হেল্থ সেন্টার’ তৈরি হওয়ার কথা। সেই কারণে জায়গাটি খোঁড়া হয়েছিল। কিন্তু দেখা যায়, মাটির তলায় সিইএসসির বিদ্যুতের লাইন রয়েছে। সেই লাইন সরাতে পুরসভার কাছে প্রায় সাত লক্ষ টাকা দাবি করেছে বেসরকারি বিদ্যুৎ বণ্টন সংস্থাটি। পুরসভা সেই টাকা দিতে নারাজ। ফলে গোটা প্রকল্পটি আটকে রয়েছে। এই টাকা মকুবের দাবি জানিয়ে ফের সিইএসসিকে চিঠি দিচ্ছে পুর কর্তৃপক্ষ। 
পুরসভার প্রতিটি ওয়ার্ডের দ্বিতীয় সুস্বাস্থ্য কেন্দ্র তৈরির কাজ চলছে। সেই মতো ২৬ নম্বর ওয়ার্ডে একটি হেলথ সেন্টারের জন্য মিনার্ভা থিয়েটারের সামনে খোঁড়াখুঁড়ি শুরু হয়। দেখা যায়, মাটির তলায় পুরসভার পানীয় জলের পাইপলাইন রয়েছে। রয়েছে সিইএসসির বিদ্যুতের লাইনও। পুরসভা নিজস্ব জলের লাইন স্থানান্তর করে। কিন্তু সিইএসসিকে বিদ্যুতের লাইন সরানোর কথা বললে তারা খরচ বাবদ সাত লক্ষ টাকা চেয়ে বসে। পুরসভার তরফে ওই টাকা মকুবের আবেদন করে চিঠি পাঠানো হয়। 
পুরসভার দাবি, সিইএসসি নাছোড়বান্দা। তারা সেই চিঠির কোনও উত্তর দেয়নি। তবে সিইএসসির ডিস্ট্রিবিউশন বিভাগের এগজিকিউটিভ ডিরেক্টর অভিজিৎ ঘোষ বলেন, ‘জয়েন্ট ইনসপেকশন হয়েছে। লাইন সরাতে একটা নির্দিষ্ট খরচ হয়। আমরা পুরসভাকে বিল পাঠিয়েছি। পুরসভার বিষয়গুলি অগ্রাধিকারের তালিকায় থাকে। পুরসভা চুড়ান্ত সিদ্ধান্ত জানালে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।’ যদিও পুরসভার ইঞ্জিনিয়ারিং বিভাগের এক কর্তা জানিয়েছেন, একবার চিঠি পাঠানো হয়েছে। পুরসভার জমির তলা দিয়েই সিইএসসির লাইন গিয়েছে। কেন সেটা সরাতে পুরসভা টাকা দেবে? একটি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করতে সর্বোচ্চ ৩৫ লক্ষ বাজেট রয়েছে। সেখানে সাত লক্ষ টাকাই লাইন সরাতে দিয়ে দিলে আর কী বাকি থাকে! পুরসভা বিষয়টি নিয়ে ফের সিইএসসিকে চিঠি দিচ্ছে বলে জানান তিনি। 
এই টানাপোড়েনের মধ্যে ভুগতে হচ্ছে ওই এলাকার বাসিন্দাদের। স্থানীয় দোকানদার সজল সাউ বলেন, ‘গোটা শীতকাল এভাবে মাটির ঢিবি টপকে যাতায়াত করতে হল। কয়েক পশলা বৃষ্টি হয়ে গেলে কী হবে ভাবুন তো!’ স্থানীয় কাউন্সিলার তারকনাথ চট্টোপাধ্যায় বলেন, ‘এটা গুরুতর সমস্যা। এই জটিলতা যত তাড়াতাড়ি   কাটে, ততই ভালো। আশা করছি, এলাকাবাসীর ভোগান্তি মিটবে দ্রুত।’
6h 6m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগমের সম্ভাবনা।  সন্তানের কর্ম প্রাপ্তির সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে জটিলতা কিছুটা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
19th     January,   2025
দিন পঞ্জিকা