বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

‘চাইনিজ লোন অ্যাপে’ তথ্য চুরি, টাকা হাতাচ্ছে প্রতারকরা 

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ঋণের প্রয়োজন? তাও আবার চটজলদি? ঋণের জন্য মোবাইলে নানা ধরনের ‘চাইনিজ লোন অ্যাপে’র টোপে পা দিয়ে ব্ল্যাকমেলের শিকার হয়েছেন বহু গ্রাহক। আবেদন করার পর ঋণের নাম করে অল্প পরিমাণ টাকা অ্যাকাউন্টে ঢুকছে বটে, কিন্তু বাকি টাকা আসার নাম নেই। উল্টে এরপরই শুরু হয়ে যাচ্ছে ব্ল্যাকমেল। আসলে ওই চীনা অ্যাপ ডাউনলোড করা মাত্র গ্রাহকের ফোনের যাবতীয় ছবি, কনট্যাক্ট সব চলে যাচ্ছে প্রতারকদের হাতে। সেই ছবি সুপার ইম্পোজ করে ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে ঋণগ্রস্তদের থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। এই ধরনের অ্যাপ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে পুলিস। তারা বিভিন্নভাবে সচেতনতার বার্তাও দিয়েছে।  
পুলিস ও সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রতারকরা বিভিন্ন ধরনের ‘চাইনিজ লোন অ্যাপ’ ব্যবহার করে। প্রয়োজনে সাধারণ মানুষ ব্যাঙ্ক থেকে ঋণ পেতে যখন হিমশিম খান, তখন সেই চাহিদা মেটাতে তাঁদের অনেকেই চটজলদি ঋণের জন্য অনেক সময় এই ধরনের অ্যাপ ডাউনলোড করে ফেলেন। কিন্তু, ইনস্টল করার সময় তাঁর তথ্য যে চুরি যাচ্ছে, তা তাঁরা টের পান না। প্রতারণার কেস হিস্ট্রিতে দেখা গিয়েছে, বিশ্বাসযোগ্যতা অর্জনে ওই অ্যাপ মারফত প্রথমে অল্প কিছু টাকা গ্রাহকের অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে প্রতারকরা। তারপর গ্রাহকের ফোন থেকে চুরি করা ছবি সুপার ইম্পোজ করছে। এমনকী গ্রাহকের ফোনে থাকা যাবতীয় কনট্যাক্ট চুরি করে তাঁদের পাঠিয়ে দেওয়া হচ্ছে ওই বিকৃত ছবি।
আবেদনকারী গ্রাহক যখন জানতে পারছেন, তখন তাঁর মাথায় হাত। ঋণ নিতে গিয়ে তাঁর সাড়ে সর্বনাশ হয়ে গিয়েছে। বিকৃত করা ছবি যাতে প্রকাশের হুমকি দিয়ে প্রতারকরা টাকা আদায় করছে। অনেকে তৎক্ষণাৎ পুলিসের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ না জানিয়ে টাকা দিয়ে ‘ম্যানেজ’ করার চেষ্টা করছেন, যাতে ওই ছবি প্রকাশ করা না হয়। সম্প্রতি, বিধাননগর কমিশনারেটের পুলিস নিজস্ব পডকাস্ট ‘কপ-টক’-এ এই ‘চাইনিজ লোন অ্যাপ’ নিয়ে সতর্ক করেছে। পুলিস জানিয়েছে, এই ধরনের অ্যাপ ব্যবহার না করাই ভালো। যদি কেউ প্রতারণার শিকার হন, তাহলে যত দ্রুত সম্ভব তাঁকে ‘এনসিআরবি’ পোর্টালে অভিযোগ নথিভুক্ত করতে হবে। ১৯৩০ নম্বরেও ফোন করা যাবে। এছাড়াও, পোর্টালের ডকেট নম্বর দিয়ে স্থানীয় সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানাতে হবে। কোনওভাবেই দেরি করা চলবে না।
9h 9m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগমের সম্ভাবনা।  সন্তানের কর্ম প্রাপ্তির সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে জটিলতা কিছুটা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
19th     January,   2025
দিন পঞ্জিকা