বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

তিনদিন পর নিখোঁজ নাবালকের দেহ মিলল সেপটিক ট্যাঙ্কে, রহস্য

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: রবিবার দুপুরে চাঁপদানির জুটমিল কলোনিতে এক নাবালকের মৃতদেহ সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়ায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নর্থ ব্রুক জুটমিল এলাকার একটি সেপটিক ট্যাঙ্ক থেকে ওই কিশোরের দেহ উদ্ধার হয়। এলাকায় দুর্গন্ধ ছড়ানোয় বাসিন্দাদের সন্দেহ হয়। তারপর সেপটিক ট্যাঙ্কে দেহটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিসকে খবর দেন। পুলিস জানিয়েছে, মৃতের নাম মহম্মদ রেহান (১৩)। তার বাড়ি চাঁপদানি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কেবিএম রোডের জুটমিল কলোনিতে। গত ১৬ জানুয়ারি থেকে সে নিখোঁজ ছিল। তিন দিনের মাথায় মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় গুঞ্জন শুরু হয়েছে।
চন্দননগর কমিশনারেটের পুলিস জানিয়েছে, ইতিমধ্যেই ওই ঘটনায় কিশোরের কয়েকজন বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাতে কিছু তথ্য মিলেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট এলে পরবর্তী পদক্ষেপ করা হবে। এদিন ছেলের মৃতদেহ উদ্ধার হওয়ার পর থেকে কেঁদেই চলেছেন বাবা মোক্তার শেখ। পেশায় জুটমিল শ্রমিক মোক্তার বলেন, ১৬ জানুয়ারি বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে রেহান আর বাড়ি ফেরেনি। তার বন্ধুদের কাছ থেকেও আমরা কোনও তথ্য পাইনি। পুলিসের কাছে নিখোঁজের অভিযোগ দায়ের করেছিলাম। ছেলেকে মৃত অবস্থায় পাব, ভাবিনি। ছেলেকে খুন করা হয়েছে, এমন সন্দেহ অবশ্য এদিন প্রকাশ করেননি মোক্তার। তবে তিনি বলেন, কেউ দোষী হলে তার বিচার হোক। পুলিস নিরপেক্ষ তদন্ত করুক।
পুলিস সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে তদন্তকারীরা এই ঘটনার পিছনে খুনের তত্ত্ব নেই বলেই মনে করছেন। তাঁদের একাংশের বক্তব্য, দুর্ঘটনার সম্পর্কে কিছু তথ্য মিলেছে। গত ১৬ জানুয়ারি বন্ধুদের সঙ্গে ওই কিশোর খেলতে গিয়েছিল। খেলতে খেলতে রেহান ওই অংশে চলে যায়। সেখানেই হাই ভোল্টেজ বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তারপর সেপটিক ট্যাঙ্কে ছিটকে পড়ে। সেপটিক ট্যাঙ্কের একটি অংশ খোলা থাকায় সে ভিতরে পড়ে যায়। ঘটনাটি তার বন্ধুদের কেউ কেউ দেখলেও ভয়ে তারা মুখ খুলতে চায়নি। তবে এর পিছনে ভয় নাকি অন্য কিছু, তা তদন্ত করে দেখছে পুলিস। পাশাপাশি, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার বিষয়টি দুর্ঘটনা, না অন্য কিছু, তাও যাচাইয়ের কাজ চলছে। এক পুলিস কর্তা বলেন, সমস্ত সম্ভাবনা খোলা রেখেই তদন্ত করা হচ্ছে। 
10h 10m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগমের সম্ভাবনা।  সন্তানের কর্ম প্রাপ্তির সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে জটিলতা কিছুটা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
19th     January,   2025
দিন পঞ্জিকা