বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

অসুস্থ বাংলাদেশি কিশোরকে মায়ের কাছে ফেরানোর নির্দেশ,  তীব্র ভারত-বিদ্বেষ সত্ত্বেও মানবিকতার নজির হাইকোর্টে

শুভঙ্কর বসু, কলকাতা: ‘তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম না হইব কেন?’ এ যে শুধু কথার কথা নয়, কাজেও করে দেখানো যায়—সম্প্রতি তারই নজির তৈরি করল ভারতবর্ষের আদালত। আরও নির্দিষ্টভাবে বললে কলকাতা হাইকোর্ট। প্রতিবেশী বাংলাদেশে এখন ভারত-বিদ্বেষের রমরমা। হিন্দু সহ সংখ্যালঘুদের উপর ক্রমবর্ধমান অত্যাচারকে বৈধতা দিতে বিদ্বেষ-বিষ ছড়ানো চলছে। চিন্ময়প্রভুর মতো সংখ্যালঘু মুখকে কার্যত বিনা বিচারে বন্দি করে রাখা হয়েছে। ভারত কিন্তু সেই পথে হাঁটছে না। বরং আইনের আওতায় থেকেও যে সহানুভুতিশীল হওয়া যায়, কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার সম্প্রতিক একটি নির্দেশে তেমনই প্রতিপন্ন হয়েছে। 
ঘটনাটি ঠিক কী? ছেলে মারণ রোগ হেপাটাইটিসে আক্রান্ত। তাঁর চিকিৎসার জন্য কোনও বৈধ নথি ছাড়াই বাংলাদেশ থেকে এদেশে এসেছিলেন রূপা দাস নামে এক মহিলা। বছর বারোর অসুস্থ ছেলের চিকিৎসা চলাকালীন তিনি ধরা পড়ে যান। তাঁর বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা রুজু হয়। তাঁর নাবালক ছেলের এদেশে থাকার জন্য বৈধ চিকিৎসা ভিসা অবশ্য ছিল। মা পুলিসের হাতে ধরা পড়ার পর ছেলেকে করিমপুরে ‘নদীয়া ডিস্ট্রিক্ট চিলড্রেন হোম ফর বয়েজ’-এ পাঠিয়ে দেওয়া হয়। সম্প্রতি ফরেনার্স আইনে দায়ের হওয়া মামলায় জামিনে মুক্তি পান রূপা। কিন্তু সুপ্রিম কোর্টের বিধিনিষেধ থাকায় জামিনে মুক্তি পেলেও তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি ভারত ছেড়ে যেতে পারবেন না। সেই কারণে তিনি অসুস্থ ছেলেকে নিজের কাছে রেখে চিকিৎসা করাতে চান। এই দাবি নিয়ে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি থেকে শুরু করে হোম কর্তৃপক্ষের দ্বারস্থ হলেও কোনও সুরাহা হয়নি। ছেলেকে তাঁর কাছে দিতে অস্বীকার করে তারা। 
কোনও উপায় না দেখে হাইকোর্টের দ্বারস্থ হন রূপা। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলাটি উঠলে বিষয়টি নিয়ে তাঁকে নিম্ন আদালতের দ্বারস্থ হওয়ার নির্দেশ দেন বিচারপতি সিনহা। সেইসঙ্গে বিচারপতির পর্যবেক্ষণ ছিল, ‘ছেলের অসুস্থতার কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে।’ হাইকোর্টের এই পর্যবেক্ষণ অনুযায়ী ৫০ হাজার টাকার বন্ডে হোম কর্তৃপক্ষকে রূপার কাছে ছেলেকে হস্তান্তরের নির্দেশ দেন অতিরিক্ত মুখ্য বিচারক। কিন্তু অভিযোগ, হোম সুপারের কাছে নিম্ন আদালতের নির্দেশের কপি নিয়ে গেলেও তিনি রূপাকে কার্যত ভাগিয়ে দেন। ফের হাইকোর্টে আসেন রূপা। তাঁর অভিযোগ শুনেই হোম কর্তৃপক্ষের আচরণে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। অবিলম্বে অসুস্থ শিশুকে তাঁর মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। সেই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, রূপার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা আইনের পথেই নিষ্পত্তি হবে। এর মধ্যে নিম্ন আদালত তাঁকে ও তাঁর ছেলেকে হাজিরার নির্দেশ দিলে প্রতিবার তা কার্যকর করতে হবে। অন্যথায় তাঁর বিরুদ্ধে পুলিস ব্যবস্থা নেবে।
9h 9m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগমের সম্ভাবনা।  সন্তানের কর্ম প্রাপ্তির সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে জটিলতা কিছুটা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
19th     January,   2025
দিন পঞ্জিকা