বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

কামারহাটিতে পার্ক ভেঙে ভ্যাট তৈরি, ক্ষোভ, সিদ্ধান্ত পুনর্বিবেচনার আশ্বাস পুরসভার

নিজস্ব প্রতিনিধি, বরানগর: গ্রিন সিটি মিশনের টাকায় তৈরি হয়েছিল পার্ক। পাশে ছিল জলাশয়। সেখানে হয়েছিল ফোয়ারা। আলো ও শব্দের মাধ্যমে তৈরি হতো মনোরম পরিবেশ। মানুষের অভিযোগ, বহুদিন সেই ফোয়ারা বন্ধ। পার্ক ভাঙাচোরা অবস্থায় পড়েছিল। এবার পার্ক ভেঙে পুরসভা ভ্যাট তৈরির কাজ শুরু করেছে। এর ফলে স্থানীয় মানুষের মধ্যে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। পুর নাগরিকদের দাবি, অবিলম্বে ভ্যাট তৈরির কাজ বন্ধ করতে হবে। পার্ক আগের অবস্থায় ফেরাতে হবে। এরপর পুরসভা মানুষের দাবি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বলে খবর।
জানা গিয়েছে, কামারহাটি পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের এসপি মুখার্জি রোডে এই পার্কের একাংশ ভেঙে ভ্যাট তৈরিকে কেন্দ্র করে ক্ষোভ তীব্র হয়েছে। ২০২০ সালের সাত মার্চ গ্রিন সিটি মিশনের টাকায় পার্ক তৈরি হয়েছিল। পাশের জলাশয়টিতে আলো ও শব্দের যুগলবন্দি সম্বলিত ফোয়ারা হয়েছিল। বিকেলে শিশুরা খেলতে আসত। সূর্যের আলো নিভু নিভু হলে জলে শুরু হতো ফোয়ারা ও আলোর কারিকুরি। কিন্তু বছর খানেক ধরে ফোয়ারা বন্ধ। পার্ক ভগ্নপ্রায়। স্থানীয়রা বহুবার মেরামতের দাবি জানান। কিন্তু অভিযোগ, কাজ হয়নি। উল্টে চলতি সপ্তাহ থেকে পার্কের একদিক ভেঙে ভ্যাট তৈরির কাজ শুরু হয়েছে। 
এ নিয়ে সর্বস্তরে ক্ষোভ তীব্র হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, ওই পার্কের পাশে রয়েছে তিন নম্বর বাণীবন্দির স্কুল। এছাড়া চারপাশে প্রচুর বসত বাড়ি আছে। ভ্যাট তৈরি হলে সাধারণ মানুষের পাশাপাশি বাচ্চাদের পঠনপাঠনের পরিবেশ নষ্ট হবে। গোপালচন্দ্র সাহা নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘আগে লোকজন বাড়ির পাশে আবর্জনা ফেলত। দুর্গন্ধে নাভিশ্বাস উঠত। বাড়িতে আত্মীয়স্বজন আসতে চাইতেন না। এখন পার্ক ভেঙে ভ্যাট হলে জীবন দুর্বিসহ হয়ে উঠবে। আমরা ভ্যাট তৈরির প্রতিবাদে পুরসভায় চিঠি দিয়েছি। তারপরও কোনও লাভ হয়নি। পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা বলেন, ‘মানুষের অভিযোগ থাকলে নিশ্চই পুরসভা গায়ের জোরে কোনও কাজ করবে না। মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’ নিজস্ব চিত্র
7h 7m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগমের সম্ভাবনা।  সন্তানের কর্ম প্রাপ্তির সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে জটিলতা কিছুটা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
19th     January,   2025
দিন পঞ্জিকা