বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

‘চার থানায় ঘুরেও ছেলের খোঁজ মেলেনি’

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পনেরো বছরের কিশোর ইএম বাইপাস থেকে উধাও। না মিলছে তার ফোন, না মিলছে পুলিসের সহযোগিতা। তাই নিখোঁজের সন্ধানে পরিবারের কয়েকজন যখন হাসনাবাদ থানায়, তখন প্রগতি ময়দান থানায় ছিলেন অন্যেরা। কিছুক্ষণের মধ্যে আরও কয়েকজন পৌঁছে গেলেন টালিগঞ্জ ও রবীন্দ্র সরোবর থানায়। গোটা শহর যখন শীতঘুমে আচ্ছন্ন, তখন কলকাতার একপ্রান্ত থেকে আরেকপ্রান্তে ছুটে বেড়াচ্ছেন ঘোষ পরিবারের সদস্যরা। আর্তি একটাই— ‘ছেলেটাকে পাওয়া যাচ্ছে না, একটু সাহায্য করুন না।’ রাত শেষে খোঁজ মিলল বাইপাস থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে মিনাখাঁ হাসপাতালে।
কাতর মা রবিবার ছেলের মৃতদেহের সামনে বললেন, ‘শেষবার ফোনে ছেলে বলেছিল সায়েন্স সিটির কাছে রয়েছে। সেকথা আমরা হাসনাবাদ থানাকে জানাই। ওই থানা জানায় ঘটনাস্থলটি প্রগতি ময়দান থানার অধীনে। তাই সেখানে গিয়ে মিসিং ডায়েরি করতে হবে।’ এই ‘নিদান’ শুনে বিন্দুমাত্র দেরি করেনি পরিবার। রাতেই প্রগতি ময়দান থানায় যান কিশোরের বাবা ও মামা। বাবা উজ্জ্বল ঘোষের বক্তব্য, ‘থানা সাফ জানিয়ে দেয়, ২৪ ঘণ্টা না কাটলে অভিযোগ নেওয়া যাবে না। জিজ্ঞাসা করে, ছেলের কোথায় যাওয়ার কথা ছিল? রাসবিহারীর কাছে ক্রিকেট প্র্যাক্টিস করতে যায় শুনে প্রগতি ময়দান থানার আধিকারিকরা টালিগঞ্জ থানায় যেতে বলেন। টালিগঞ্জ থানা জানায় রবীন্দ্র সরোবরে যে অংশে ক্রিকেট প্র্যাক্টিস হয়, তা আমাদের এলাকাভুক্ত নয়। রবীন্দ্র সরোবর থানায়যোগাযোগ করতে বলা হয়।’ থানা-দর্শন করতে করতেই ফোন আসে পরিবারের কাছে। জানানো হয়, নাবালক আশঙ্কাজনক অবস্থায় মিনাখাঁ হাসপাতালে ভর্তি। ছেলেকে খুঁজতে গিয়ে রাতভর হেনস্তার শিকার হতে হল পরিবারকে। ডিসি (ইস্ট) অরীশ বিলাল বলেন, ‘রাতেই প্রগতি ময়দান থানার অফিসাররা তদন্ত শুরু করেন। হাসনাবাদ থানার সঙ্গেও যোগাযোগ করা হয়।’
10h 10m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগমের সম্ভাবনা।  সন্তানের কর্ম প্রাপ্তির সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে জটিলতা কিছুটা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
19th     January,   2025
দিন পঞ্জিকা