বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

নবম থেকে দ্বাদশের মধ্যে ১৬ শতাংশ স্কুলছুট, রাজ্যে তৃতীয় দক্ষিণ ২৪ পরগনা

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সদ্য প্রকাশিত হয়েছে স্কুলছুটের দেশব্যাপী পরিসংখ্যান। ইউ ডাইস প্রকাশিত রিপোর্টে দেখা যাচ্ছে, রাজ্যে স্কুলছুটের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। জেলায় ১৬ শতাংশ ছাত্রছাত্রী নবম থেকে দ্বাদশ শ্রেণির মধ্যে স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছে। ২০২৩-২৪ সালের এই পরিসংখ্যান স্বভাবতই উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনিক মহলে। কিন্তু কী কারণে এত সংখ্যক পড়ুয়া স্কুল ছেড়ে দিল সেটাই ভাবিয়ে তুলছে জেলা শিক্ষা বিভাগকে। কারণ যাই হোক না কেন, স্কুলছুটের হার কমানো দরকার বলেই অভিমত শিক্ষামহলের। স্কুলছুটের নিরিখে প্রথম ও দ্বিতীয় স্থানে যথাক্রমে রয়েছে বীরভূম ও মুর্শিদাবাদ। 
দক্ষিণ ২৪ পরগনায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক মিলিয়ে প্রায় ৭৫০টি স্কুল রয়েছে। পড়ুয়ার সংখ্যাও কমপক্ষে দেড় লক্ষ। বিপুল সংখ্যক ছেলেমেয়ে মাঝপথে স্কুল ছেড়ে দিল কেন তা নিয়ে শিক্ষকরা নানা তত্ত্ব তুলে ধরেছেন। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক অনিমেষ মণ্ডল বলেন, শিক্ষার পরিকাঠামো অনেক জায়গাতেই ভালো নয়। শিক্ষকের অভাব রয়েছে বহু স্কুলে। তাছাড়া চাকরির বাজারে প্রবল প্রতিযোগিতা পড়ুয়াদের উপর কিছুটা নেতিবাচক প্রভাব ফেলেছে। এসব কারণেই হয়তো অনেকে স্কুল ছেড়ে বিভিন্ন কাজে ঢুকে গিয়েছে। এদিকে আরও একটি কারণ হল, জেলায় প্রচুর পরিযায়ী শ্রমিক বাস করেন। বছরের বিভিন্ন সময়ে কাজের জন্য তাঁরা অন্য রাজ্যে থাকেন। সেক্ষেত্রে অনেকেই পরিবার সঙ্গে নিয়েই চলে যান। তখন তাঁদের সন্তানরা স্কুল ছেড়ে দিতে বাধ্য হয়। সে কারণেও স্কুল ছুট বেড়েছে বলেই মনে করা হচ্ছে। এসবের পাশাপাশি গরিব ঘরের ছেলেমেয়েরা সংসার চালাতে চায়ের দোকান বা ইটভাটার কাজে ঢুকে পড়ছে। অনেকে কাজের সন্ধানে অন্য রাজ্যেও পাড়ি দিচ্ছে। ফলে আর তাদের স্কুলে যাওয়া হচ্ছে না। 
দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ হাসনা বানু শেখ এই প্রসঙ্গে বলেন, বিষয়টি নিয়ে আমরা আধিকারিক স্তরে আলোচনা করব। কেন এত ছাত্রছাত্রী স্কুলছুট হল, সেটা নিঃসন্দেহে চিন্তার বিষয়। পর্যালোচনা করে কীভাবে এই হার কমানো যায় তা নিয়ে পদক্ষেপ করা হবে।  
10h 10m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগমের সম্ভাবনা।  সন্তানের কর্ম প্রাপ্তির সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে জটিলতা কিছুটা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
19th     January,   2025
দিন পঞ্জিকা