বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা হল না সিরাজ ও স্যামসনের, বুমরাহ, কুলদীপকে রেখে দল ঘোষণা ভারতের

মুম্বই: দলের সেরা স্ট্রাইক বোলার তিনি। রয়েছেন অবিশ্বাস্য ফর্মে। তাঁর উপর অনেকটাই নির্ভর করবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সাফল্য। কিন্তু অস্ট্রেলিয়া সফরে পাওয়া চোট এখনও সারেনি। তা সত্ত্বেও যশপ্রীত বুমরাহকে রেখেই ওই টুর্নামেন্টের দল ঘোষণা করল ভারত। তার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম দুই ম্যাচে নিশ্চিতভাবেই নেই ‘বুমবুম’। ফেব্রুয়ারির গোড়ায় বোর্ডের মেডিকেল টিম পরিষ্কারভাবে জানাতে পারবে তাঁর পিঠের চোটের অবস্থা। সেরে উঠলে ১২ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে খেলবেন তিনি। সেক্ষেত্রে ২০ তারিখ বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করতেও অসুবিধা হওয়ার কথা নয় বুমরাহর। ক্রিকেটপ্রেমীদের প্রার্থনাও তাই। কিন্তু এই মুহূর্তে তাঁকে নিয়ে আশা-নিরাশার দোলাচল থাকছেই।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য শনিবার ঘোষিত ভারতীয় দলে চোট সারিয়ে ফিরেছেন রিস্ট স্পিনার কুলদীপ যাদব। নভেম্বরে স্পোর্টস হার্নিয়া অপারেশনের পর থেকে মাঠের বাইরে তিনি। তবে সম্প্রতি বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিয়ম করে ১০-১২ ওভার হাত ঘোরাচ্ছেন। তাই তাঁকে দলে ফেরানো হয়েছে। এছাড়া কামব্যাক করছেন মহম্মদ সামি। আগেই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের স্কোয়াডে নির্বাচিত হয়েছিলেন তিনি। এবার ওয়ান ডে’র দরজাও খুলল ডানহাতি পেসারের সামনে। ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপ ফাইনালের পর কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি সামি। তবে সাম্প্রতিক ঘরোয়া ক্রিকেটে ছন্দে দেখা গিয়েছে তাঁকে।
শুক্রবারই স্পষ্ট হয়েছিল যে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের অধিনায়ক থাকছেন রোহিত শর্মা। এদিন তিনি গাড়ি থেকে নেমে বোর্ডের সদর দপ্তরে ঢোকেন ফুরফুরে মেজাজেই। চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা হওয়ার কথা ছিল দুপুর সাড়ে বারোটায়। কিন্তু আড়াইটে বেজে গেলেও তা না হওয়ায় গুঞ্জন বাড়তে থাকে। দল নির্বাচন নিয়ে তর্ক-বিতর্কের খবর ছড়িয়ে পড়ে। যদিও ঘোষিত দলে তেমন কোনও চমক নেই। প্রত্যাশিতভাবে স্কোয়াডে এসেছেন দারুণ ফর্মে থাকা যশস্বী জয়সওয়াল। এখনও এই ফরম্যাটে দেশের জার্সি গায়ে চাপাননি বাঁ-হাতি ওপেনার। তবে শুভমান গিল সহ-অধিনায়ক হওয়ায় যশস্বীকে সম্ভবত ডাগ-আউটেই বসতে হবে। কারণ রোহিতের ওপেনিং পার্টনার হবেন গিলই। পরপর নামবেন বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া। মিডল অর্ডারে করুণ নায়ারের নাম আলোচিত হলেও তাঁর জায়গা হয়নি। উইকেটরক্ষক হিসেবে রাহুল ছাড়াও আছেন ঋষভ পন্থ। জায়গা হয়নি সঞ্জু স্যামসন, ধ্রুব জুরেলদের।
অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচকরা জোর দিয়েছেন অলরাউন্ডারদের উপরে। হার্দিক তো আছেনই। স্কোয়াডে রয়েছেন তিনজন স্পিনার অলরাউন্ডার। তাঁরা হলেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর। তিন বিশেষজ্ঞ পেসার হিসেবে বুমরাহ আর সামি ছাড়াও রয়েছেন অর্শদীপ সিং। তবে মহম্মদ সিরাজের জায়গা হয়নি। পুরনো বলে যেহেতু সিরাজ ততটা কার্যকরী নন, তাই অর্শদীপের উপর দেখানো হয়েছে আস্থা। এই দলটাই ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে মাঠে নামবে। শুধুমাত্র বুমরাহর ব্যাক-আপ হিসেবে ডাক পেয়েছেন হর্ষিত রানা।
চ্যাম্পিয়ন্স ট্রফি ও ইংল্যান্ড সিরিজের জন্য ঘোষিত ওডিআই স্কোয়াড: রোহিত (অধিনায়ক), গিল (সহ-অধিনায়ক), কোহলি, শ্রেয়স, রাহুল, হার্দিক, জাদেজা, অক্ষর, সুন্দর, কুলদীপ, বুমরাহ, সামি, অর্শদীপ, যশস্বী, পন্থ ও হর্ষিত (শুধু ইংল্যান্ড সিরিজ)।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগমের সম্ভাবনা।  সন্তানের কর্ম প্রাপ্তির সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে জটিলতা কিছুটা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
19th     January,   2025
দিন পঞ্জিকা