বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

আজ ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ এফসি গোয়া, হারের হ্যাটট্রিক এড়ানোই চ্যালেঞ্জ অস্কার ব্রিগেডের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএসএলের ইতিহাসে কখনও টানা তিনটি ম্যাচে জেতেনি ইস্ট বেঙ্গল। কার্লেস কুয়াদ্রাতের তত্ত্বাবধানে গত আসরের মতোই চলতি মরশুমে অস্কার ব্রুজোঁর প্রশিক্ষণেও দু’ম্যাচ জয়ের পরই হোঁচট খেয়েছেন ক্লেটন সিলভারা। ফলস্বরূপ আরও একবার লিগ টেবিলে শেষের দিকে অবস্থান লাল-হলুদ ব্রিগেডের। ক্রমশ ক্ষীণ হচ্ছে সুপার সিক্সে পৌঁছনোর আশা। স্প্যানিশ কোচের প্রশিক্ষণে প্লে-অফের আশা জাগিয়েও শেষ দু’ম্যাচ হেরে পথ কঠিন করে ফেলেছেন হিজাজি মাহেররা। ১৫ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে একাদশতম স্থানে রয়েছেন তাঁরা। ষষ্ঠস্থানে থাকা মুম্বইয়ের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে অস্কার ব্রিগেড। এমন পরিস্থিতিতে প্লে-অফের ভাবনা ছেড়ে নতুন টার্গেট স্থির করেছেন লাল-হলুদ কোচ। আগামী তিনটি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে উন্নতি করাই লক্ষ্য তাঁর। রবিবার এফসি গোয়ার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে তাই রীতিমতো সিরিয়াস অস্কার। তবে চোট-আঘাত আর কার্ড সমস্যায় সেরা একাদশ মাঠে নামানোই কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় টানা তিন ম্যাচে হারের লজ্জা এড়ানোই বড় চ্যালেঞ্জ দিয়ামানতাকোসদের।
ডার্বিতে লাল কার্ড দেখায় খেলতে পারবেন না শৌভিক চক্রবর্তী। পাশাপাশি প্রতি ম্যাচের আগেই ইস্ট বেঙ্গলের চোটের তালিকা ক্রমশ লম্বা হচ্ছে। ফিটনেস সমস্যায় কাবু হেক্টর গোয়া যেতেই পারেননি। পিঠের ব্যথার কারণে অনিশ্চিত ক্লেটনও। ফলে বেশ কিছু পজিশনে জোড়াতাপ্পি দিয়ে দল নামাতে হবে কোচ অস্কারকে। অবস্থা এতটাই বেগতিক যে, রাইট উইং-ব্যাকে নন্দ কুমারকে ব্যবহার করা ছাড়া উপায় নেই। এই প্রসঙ্গে কোচ অস্কার জানান, ‘আমাদের দলের সবথেকে বড় সমস্যা হল ধারাবাহিকতার অভাব। এছাড়া চোট-আঘাত তো লেগেই রয়েছে। প্রথম ৬টি ম্যাচে হারের পরও ঘুরে দাঁড়িয়েছিলাম। তবে কোনও দল যদি টানা তিনটি ম্যাচ জিততে না পারে, তখন লড়াইয়ে টিকে থাকা কঠিন হয়ে যায়। আমাদের এখন প্রধান লক্ষ্য পরের তিনটি ম্যাচ থেকে পুরো পয়েন্ট তুলে নেওয়া।’
ডার্বির দিন গুয়াহাটি পৌঁছেও বেঞ্চে বসা হয়নি দলের নয়া বিদেশি রিচার্ড সেলিসের। তবে শেষ কয়েকদিন দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করেছেন তিনি। রবিবার তাঁকে খেলানো হবে কিনা, তা নিয়ে কিছুটা ধোঁয়াশা রাখলেন লাল-হলুদ কোচ। পাশাপাশি আনোয়ার, হেক্টরদের অনুপস্থিতিতে একাধিক রিজার্ভ দলের ফুটবলারকে গোয়া নিয়ে গিয়েছেন অস্কার। প্রয়োজনে তাঁদের খেলাতে পারেন তিনি।
অন্যদিকে, আইএসএলে শেষ ১০টি ম্যাচে অপরাজিত গোয়া। ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চতুর্থ স্থানে রয়েছে মানোলো মার্কুয়েজের ছেলেরা। প্রথম লেগে যুবভারতীতে অ্যাওয়ে ম্যাচে বোরহা হেরেরার দুরন্ত হ্যাটট্রিকে জয় ছিনিয়ে নেয় তারা। এবার ঘরের মাঠেও ইস্ট বেঙ্গলকে হারাতে তৈরি গোয়া। কোচ মানোলো জানান, ‘আইএসএলে কোনও ম্যাচই সহজ নয়। প্রতিটি পয়েন্টই মূল্যবান। তাই আমাদের সেরা পারফরম্যান্স মেলে ধরতে হবে। প্রতিপক্ষকে নিয়ে বেশি না ভেবে নিজেদের খেলায় মনঃসংযোগ করা দরকার।’
-ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে।
-সরাসরি স্পোর্টস ১৮ চ্যানেলে।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগমের সম্ভাবনা।  সন্তানের কর্ম প্রাপ্তির সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে জটিলতা কিছুটা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
19th     January,   2025
দিন পঞ্জিকা