বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

মধ্যমগ্রাম মাতৃসদনের কোনও কর্মী চান ফাঁসি, কারও মত যাবজ্জীবনে
 

নিজস্ব প্রতিনিধি, বারাসত: আরজি কর কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের বিরুদ্ধে চূড়ান্ত রায়ের ২৪ ঘণ্টা আগে মধ্যমগ্রাম মাতৃসদন হাসপাতালের অধিকাংশ কর্মী চাইছেন মৃত্যুদণ্ড। আবার কেউ চাইছেন অনুশোচনায় জর্জরিত হয়ে তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার সাজা, যাবজ্জীবন।
মধ্যমগ্রাম পুরসভা  পরিচালিত মাতৃসদন নেতাজি সুভাষচন্দ্র বসু স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। এখানে ২০১৯ সালে চিকিৎসক হিসেবে যোগ দিয়েছিলেন তরুণী চিকিৎসক। তিন বছর দায়িত্ব সামলেছেন। চিকিৎসক হিসেবে জীবন  শুরুর প্রথম তিনবছর ছিল কোভিড। তখন মনপ্রাণ ঢেলে রোগী সেবা করেছিলেন। তাঁর কাজে মুগ্ধ ওই হাসপাতালের নার্স, আয়া সহ অন্যান্য সহকর্মীরা। সে সময় সোদপুরের বাড়ি থেকে হাসপাতালের অ্যাম্বুল্যান্সে  মধ্যমগ্রামে আসতেন। এই চিকিৎসককে পাশবিক অত্যাচার করে খুনের ঘটনার পর অভিযুক্তের চরম সাজার জন্য প্রহর গুণছিলেন সহকর্মী মঞ্জুরি দত্ত ধর, নিশীথা পাল, রুমা সরকার থেকে শুরু করে অ্যাম্বুল্যান্স চালক সমীর ভট্টাচার্য পর্যন্ত। তাঁরা শনিবার ডিউটির ফাঁকে চোখ রেখেছিলেন টিভির পর্দায়। সঞ্জয় দোষী সাব্যস্ত হতেই হাঁফ ছাড়েন। নার্স মঞ্জুরি দত্ত ধর বলেন, ‘আমরা চাই অভিযুক্ত সঞ্জয় রায়ের যাবজ্জীবন সাজা ঘোষণা করুন বিচারক। নারকীয় ঘটনার জন্য অনুশোচনায় জর্জরিত হয়ে তিলে তিলে জেলে থেকে মৃত্যুর দিকে এগিয়ে যাক ও।’ রুমা সরকার, নিশীথা পালদের অবশ্য বক্তব্য, ‘এইভাবে খুন করা হল! অভিযুক্তের সর্বোচ্চ সাজা, ফাঁসি চাই।’ অ্যাম্বুল্যান্স চালক বলেন, ‘হাসিখুশি মানুষ ছিলেন। তাঁর সঙ্গেই এরকম হল! দোষীর সর্বোচ্চ সাজা হওয়া উচিত।’ ওয়ার্ড মাস্টার সুশান্ত পাল বলেন, ‘বিচারক এমন সাজা ঘোষণা করুন যাতে অভিযুক্ত জেলের ঘানি টানে সারাজীবন।’ -নিজস্ব চিত্র
1d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগমের সম্ভাবনা।  সন্তানের কর্ম প্রাপ্তির সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে জটিলতা কিছুটা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
19th     January,   2025
দিন পঞ্জিকা