বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

ভাঁড়ার ভরতে এবার কলকাতার হেরিটেজ সম্পত্তি বিক্রি করে দিচ্ছে মোদি সরকার

বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: সরকারি সম্পত্তি বিক্রি করার জন্য আস্ত একটি সংস্থা খুলে ফেলেছে নরেন্দ্র মোদির সরকার। বিভিন্ন মন্ত্রক, দপ্তর বা রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির হাতে থাকা সম্পত্তি বিক্রির উদ্যোগও শুরু হয়ে গিয়েছে দেশজুড়ে। এবার তাদের নজর পড়ল কলকাতার বুকে থাকা হেরিটেজ প্রপার্টির উপর! ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে রেসকোর্সের উল্টোদিকে থাকা বিএসএনএলের একটি হেরিটেজ বাড়ি জমি সহ বিক্রি করে দেবে তারা। তার জন্য প্রশাসনিক উদ্যোগ শুরু হয়ে গিয়েছে। সরকারের যুক্তি, ‘আত্মনির্ভর ভারত’ গড়ার ক্ষেত্রে এই সম্পদ বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাই তা বেচে মোটা টাকা ভাঁড়ারে ভরাই এখন লক্ষ্য কেন্দ্রের।
আলিপুরে কলকাতা পুলিস ট্রেনিং স্কুলের পাশে রয়েছে বিএসএনএলের একটি বড় এলাকা। পোশাকি নাম টেলিকম ফ্যাক্টরি। সেখানে এক সময় টেলিফোনের হ্যান্ডসেট ও অন্যান্য যন্ত্রাংশ তৈরি হতো। বর্তমানে টেলিফোন সেট উৎপাদন বন্ধ থাকলেও সেখানে পাইপ ও কেবল উৎপাদন হয়। সেই কারখানা সরিয়ে খড়গপুরে নিয়ে যেতে চাইছে বিএসএনএল। তাতে গোটা চত্বর ফাঁকা হবে এবং তা নিলামে তোলা হবে। তার জন্য ইতিমধ্যেই আগ্রহপত্র চাওয়া হয়েছে। এই ফ্যাক্টরিরই একটি অংশের হেরিটেজ তকমা রয়েছে। আগ্রহপত্রে স্পষ্ট ভাষায় লেখা আছে, ৫২ হাজার ১৭৮ বর্গমিটার এলাকা বিক্রি করা হবে, যার মধ্যে ১০ হাজার ১৪ বর্গমিটার এলাকা হেরিটেজ। কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন বিএসএনএলের আইএনটিটিইউসি সমর্থিত ট্রেড ইউনিয়নের সম্পাদক গৌতম চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘হেরিটেজ সম্পদ বিক্রি করার চেষ্টা সাংবিধানিক অধিকার লঙ্ঘন।’ এফএনটিও’র সম্পাদক গোরাচাঁদ বসু এবং টেলিকম ফ্যাক্টরির সম্পাদক কৃষ্ণ গুহও এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।  
কেন সরকারি সম্পদ বিক্রি করায় এতটা আগ্রহী কেন্দ্র? ২০২১ সালে বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, দপ্তর বা সরকারি সংস্থার হাতে এমন কিছু সম্পদ আছে, যা সেভাবে কাজে আসছে না। সেগুলিকে যদি বেচে দেওয়া যায়, তাহলে সেখনে পর্যটনকেন্দ্র বা অন্য কোনও পরিকাঠামো গড়ে উঠতে পারে। তবে বিশেষজ্ঞদের একাংশের দাবি, রিয়েল এস্টেট সংস্থাগুলির কাছে সরকারি সম্পদ বিক্রি করাই ছিল সরকারের আসল উদ্দেশ্য। এরপর ২০২২ সালে অর্থমন্ত্রকের আওতায় গঠিত হয় ন্যাশনাল ল্যান্ড মনিটাইজেশন কর্পোরেশন, যার ১০০ শতাংশ মালিকানা সরকারের। তারাই সরকারি সম্পদ বিক্রির কাজে নেমেছে। এর আগেও উত্তর ২৪ পরগনায় বিএসএনএলের হাতে থাকা দু’টি বিশাল জমি বিক্রির উদ্যোগ শুরু হয়েছে।
আর্থিকভাবে ধুঁকতে থাকা বিএসএনএলকে চাঙ্গা করার তেমন কোনও উদ্যোগ নেয়নি মোদি সরকার। বরং টেলিকম দুনিয়ায় প্রতিযোগিতার বাজারে তাকে ক্রমশ পিছিয়ে দিতেই বেশি আগ্রহী কেন্দ্র—এমন অভিযোগও ওঠে। এই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি নিজেদের বাঁচাতে ইতিমধ্যেই তাদের হাতে থাকা বিপুল পরিকাঠামোকে বিকল্পভাবে ব্যবহারের উদ্যোগ নিয়েছে। তারা পড়ে থাকা বাড়ি ভাড়া দিয়ে আয় করছে। এই শহরেই এমন বহু বাড়ি থেকে ভাড়া বাবদ বিএসএনএল মাসে কোটি টাকার উপর রোজগার করছে। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, আলিপুরের এই সম্পত্তিও তেমনভাবেই কাজে লাগানো যেত। তা না করে শুধুমাত্র পয়সার জন্য হেরিটেজ সম্পত্তি বিক্রি করার কি আদৌ কোনও প্রয়োজন ছিল? প্রশ্ন তুলছেন তাঁরা। 
  
1d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগমের সম্ভাবনা।  সন্তানের কর্ম প্রাপ্তির সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে জটিলতা কিছুটা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
19th     January,   2025
দিন পঞ্জিকা