দেশ

স্যাম্পেল সার্ভে: ধনীরাই তথ্য দিচ্ছে না, ক্ষুব্ধ কেন্দ্র

নিজস্ব  প্রতিনিধি, নয়াদিল্লি: ধনী এবং অভিজাত শ্রেণি সরকারকে নিজেদের সম্পর্কে কোনও তথ্য দিচ্ছে না। তাই বার্ষিক পরিসংখ্যান সংগ্রহ ও রিপোর্ট তৈরি আটকে যাচ্ছে। অভিযোগ খোদকেন্দ্রীয় সরকারের। সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হল, দেশবাসীর ঘরে ঘরে গিয়ে নানাবিধ আর্থ সামাজিক তথ্য সংগ্রহ করা। সেই তথ্য সংগ্রহ করেই ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস রিপোর্ট তৈরি করে। প্রতি ১০ বছর অন্তর জণগণনা হলেও, নিয়মিত দেশবাসীর আর্থ-সামাজিক জীবনযাপনের তথ্য নথিভুক্ত হয়। সেই অনুযায়ী সরকার বিভিন্ন প্রকল্প কিংবা উন্নয়ন কর্মসূচি গ্রহণ করে। কিন্তু বৃহস্পতিবার সরকারিভাবেই জানানো হয় যে, দেশের বিভিন্ন প্রান্তে সবথেকে বেশি প্রতিবন্ধকতা তৈরি করছে বড়লোক শ্রেণি। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, যারা বড় আবাসনে থাকে ও সর্বোচ্চ আয়ের গোষ্ঠীভুক্ত। যারা নিরাপত্তার ঘেরাটোপে থাকা অভিজাত এলাকাগুলির উচ্চ মার্গের বাসিন্দা তারাই ন্যাশনাল স্যাম্পল সার্ভের কর্মীদের কাজ করতে বাধা দিচ্ছেন। নিজেরা তথ্য দিচ্ছে না। প্রবেশও করতে দিচ্ছে না কোনও কোনও আবাসন অথবা বাড়িতে। তথ্য দিতে অস্বীকার করা হচ্ছে। ব্যাহত হচ্ছে তথ্য‌ সংগ্রহের কাজ। সরকারের মধ্যে সংশয় তৈরি হচ্ছে এভাবে যদি সমাজের সবথেকে ঊর্ধে থাকা নাগরিকবৃন্দ তথ্য সংগ্রহে সহযোগিতা না করে তাহলে আগামী দিনে সেন্সাসের সময় কী হবে? সরকার এই নিয়ে এতটাই ক্ষুব্ধ যে, এই সমস্যার সমাধান কীভাবে সম্ভব তার রাস্তা খোঁজা হচ্ছে। এজন্য আজ দিল্লিতে বিভিন্ন নাগরিক সমিতি ও রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকও হবে। জানা গিয়েছে, সরকার বুঝিয়ে দিতে চায়, তথ্য সংগ্রহে বাধার অর্থ তথ্য গোপনের চেষ্টা।
16d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায় বেচাকেনা বেশ ভালো হবে। কাজকর্মে কোনও প্রভাবশালী ব্যক্তির আনুকূল্য লাভ ও ভাগ্যোন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা