দেশ

জমি বিবাদের জের, বিহারে দলিত মহল্লার ৩৪টি বাড়িতে অগ্নিসংযোগ, নীতীশ সরকারের সমালোচনায় বিরোধীরা

পাটনা: জমি বিবাদের জেরে দলিত মহল্লায় ৩৪টি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত বিহার। বুধবার নওয়াদার মানঝিটোলায় একের পর এক বাড়িতে আগুন লাগানো হয়। অভিযোগ পেয়ে এখনও পর্যন্ত ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিস। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২১টি বাড়ি আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। ১৩টির আংশিক ক্ষতি হয়েছে। নওয়াদার জেলাশাসক আশুতোষ কুমার বলেন, ‘আগুনে ক্ষতিগ্রস্ত বাড়িগুলির অধিকাংশই তফসিলি জাতি ও উপজাতিভুক্তদের।’ বৃহস্পতিবারই এই ঘটনার নিন্দা করে বিবৃতি দিয়েছেন বিহারের মু্খ্যমন্ত্রী নীতীশ কুমার। রাজ্যের তরফে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এডিজি (আইনশৃঙ্খলা)কে।
গোটা বিষয়টি নিয়ে নীতীশ কুমার সরকারের সমালোচনায় সরব বিরোধীরা। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের অভিযোগ, ‘বিহারে আইন-শৃঙ্খলা বলে কিছু নেই। নীতীশ কুমার সরকার গুরুতর ব্যর্থ।’ ঘটনার পরেই কেন্দ্রীয় মন্ত্রী জিতনরাম মাঝি দাবি করেছিলেন, আগুন লাগানোর ঘটনায় ধৃতদের ৯০ শতাংশই একটি নির্দিষ্ট সম্প্রদায়ের। তারা প্রত্যেকেই আরজেডি সমর্থক। এই প্রসঙ্গে লালুপ্রসাদের দাবি, ‘জিতনরাম নিজেই বিভ্রান্ত। দেশকেও বিভ্রান্ত করার চেষ্টা করছেন।’ ঘটনা নিয়ে এক্স হ্যান্ডলে আরজেডি নেতা তেজস্বী যাদব বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীজি, আপনার ডাবল ইঞ্জিন সরকারের রাজত্বে বিহারে দলিতদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে। আপনি এই নিয়ে কিছু বলবেন কি?’ 
গ্রামবাসীদের অভিযোগ, বুধবার সন্ধ্যা ৭টার দিকে একদল সশস্ত্র দুষ্কৃতী হামলা চালিয়ে দলিত মহল্লার বাড়িগুলিতে আগুন ধরিয়ে দেয়। গ্রামের একটি জমি ঘিরে বিবাদের জেরে এই ঘটনা। নওয়াদার পুলিস সুপার অভিনব ধীমান বলেন, ‘বুধবার সন্ধ্যা ৭টা নাগাদ মানঝিটোলায় একাধিক বাড়িতে আগুন লাগার খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে দমকল।’ ঘরহারা পরিবারগুলিকে খাবারের প্যাকেট, পানীয় জল এবং ত্রাণসামগ্রী তুলে দেওয়ার কথা জানিয়েছেন জেলাশাসক। অগ্নিসংযোগের ঘটনা নিয়ে এদিন বৈঠক করেন নীতীশ কুমার। এক আধিকারিক জানিয়েছেন, ‘আইন যারা নিজের হাতে তুলে নিয়েছে, তাদের রেয়াত করা হবে না বলে বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।’
15d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা