দক্ষিণবঙ্গ

বিবেকানন্দ পল্লি সর্বজনীন দুর্গোৎসব মহিলা কমিটির এবারের থিম গ্রাম বাংলার পরিবেশ

নিজস্ব প্রতিনিধি, খড়্গপুর: পুজোর উন্মাদনায় মেতে উঠতে প্রস্তুত বিবেকানন্দ পল্লি (বুলবুল চটি) সর্বজনীন দুর্গোৎসব মহিলা কমিটি। এবছর তাদের পুজোর থিম ‘গ্রাম বাংলার পরিবেশ’। এবছর পুজোর বাজেট ৮ লক্ষ টাকা। জানা গিয়েছে, এলাকার মহিলাদের উদ্যোগেই পুজোর আয়োজন করা হয়। এবছরও পুজোর তিন দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া তিনদিন ধরে সাধারণ মানুষকে ভোগ বিতরণ করা হবে। ওই এলাকার মহিলারা বলছেন, এবছর রেকর্ড পরিমাণে ভিড় হবে। প্রতিবছর জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পুজো দেখতে আসেন। এই পুজোর সঙ্গে শতাধিক পরিবারের সদস্যরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত। কয়েকমাস আগে থেকেই পুজোর আয়োজন ধীরে ধীরে শুরু হয়। এদিন কথা হচ্ছিল পুজো কমিটির অন্যতম উপদেষ্টা নির্মল ঘোষের সঙ্গে। তিনি বলেন, এই পুজোর মূলমন্ত্র একতা। প্রচুর পরিশ্রম করে মহিলারা পুজোর আয়োজন করেন। মনে হচ্ছে এবছর সবচেয়ে বেশি ভিড় হবে। তিনি আরও বলেন, পুজোর সময় সাধারণ মানুষকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এবছর তাদের পুজোর ৫৪ তম বর্ষ। একসময় ওই এলাকায় কালীপুজো হতো। ওই এলাকার বেশকিছু যুবক পুজোর আয়োজন করতে শুরু করে। সেই সময় সাধারণ মানুষকে এক আশ্রমের দুর্গাপুজোয় যোগ দিতে হতো। ১৯৭০ নাগাদ ওই এলাকার বাসিন্দারা দুর্গাপুজো করার পরিকল্পনা করেন। তৎকালীন সময়ে ওই এলাকায় অসামাজিক কার্যকলাপ বেড়ে গিয়েছিল। সেই সময় তৈরি হয় বিবেকানন্দপল্লি (বুলবুল চটি) উন্নয়ন কমিটি। এরপর আর ফিরে তাকাতে হয়নি। এলাকায় বিভিন্ন উন্নয়নের কাজ শুরু হয়। এরফলে দুষ্কৃতী রাজ তলানিতে নেমে আসে। সেই সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মদন রায়, অজয় পাহাড়ি সহ গুণীজনরা। এলাকায় জনবসতি বাড়তে থাকে। সেই সময় দুর্গাপুজোর জন্য স্থায়ী মণ্ডপ ছিল না। প্রায় ১৫ বছর আগে স্থানীয় মহিলারা পুজোর দায়িত্ব কাঁধে তুলে নেন। এখন স্থায়ী পুজোমণ্ডপে নিত্যপুজো হয়। শুধু পূজার্চনা নয়। পুজো কমিটির সদস্যদের সাহায্যে রক্তদান শিবির, স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। একইসঙ্গে করোনাকালে পুজো কমিটির সদস্যরা সাধারণ মানুষের কাছে খাবার পৌঁছে দেন। এছাড়া এলাকার মানুষ সমস্যায় পড়লে সাহায্যে এগিয়ে আসেন মহিলারা। পুজো কমিটির সদস্য মিতালি পাল, আশা দোলই, দেবযানী ঘোষ বলেন, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সকলের সহযোগিতা ছাড়া পুজো করা সম্ভব হতো না। পুলিস ও প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি।
বিবেকানন্দ পল্লি সর্বজনীন দুর্গোৎসব মহিলা কমিটির গত বছরের পুজো।
18d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সঞ্চীয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা