বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

অজয়ে স্নান সেরে মন্দিরে পুজো, বৈষ্ণবতীর্থ জয়দেবে ভক্তের সুনামি

সংবাদদাতা, বোলপুর: মকর সংক্রান্তির পুণ্য তিথিতে জয়দেব কেন্দুলিতে পুণ্যার্থীদের ঢল নামল। সোমবার সন্ধ্যা থেকেই মেলা ও অজয়ের চরে ভিড় জমাতে শুরু করেন ভক্তরা। মঙ্গলবার ভোর থেকেই অজয়ে নেমে পুণ্যস্নান সেরে রাধাবিনোদ মন্দিরে পুজো দেন। পুরো মেলা প্রাঙ্গণকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।‌ ওয়াচ টাওয়ার, ড্রোন, সিসি ক্যামেরায় নজরদারির পাশাপাশি, দিনভর পুলিস টহল চালিয়েছে। এদিন সকালে বীরভূম ও পূর্ব বর্ধমান সংযোগকারী অজয়ের কজওয়ে ঘুরে দেখেন ডিআইজি(বর্ধমান রেঞ্জ) শ্যাম সিং ও জেলার নতুন পুলিস সুপার আমনদীপ সিং। তাঁরা মেলাও পরিদর্শন করেন। 
সরকারিভাবে সোমবার বিকেলে মেলার উদ্বোধন হয়েছে। মকর সংক্রান্তির দিনই জয়দেব কেন্দুলি মেলায় সবচেয়ে ভিড় বেশি হয়। গ্রামীণ মেলা হলেও মকর সংক্রান্তির পুণ্যস্নানকে কেন্দ্র করে প্রাচীন এই মেলার ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। জানা যায়, গীতগোবিন্দের রচয়িতা কবি জয়দেব ছিলেন মহারাজ লক্ষ্মণ সেনের সভাকবি। কথিত আছে গীতগোবিন্দের রচনাকালে ‘স্মর-গরল-খণ্ডনং, মম শিরসি মণ্ডনম’ লেখার পর আর মনঃসংযোগ করতে পারছিলেন না জয়দেব। মনস্থির করতে তিনি পদ্মাবতীকে বলে স্নানে যান। পরে পদ্মাবতী দেখেন, স্নান থেকে ফিরে জয়দেব পদাবলি সম্পূর্ণ করে লিখলেন ‘দেহি পদ্পল্লব মুদারম।’ পরে প্রকৃত জয়দেব এসে সেই পদ সম্পূর্ণ হয়েছে দেখে, বিস্মিত ও আনন্দিত হয়ে পড়েন। তাঁর বুঝতে আর বাকি থাকে না, প্রভু স্বয়ং এসে সেই পদ সম্পূর্ণ করে গিয়েছেন। আরও একটি ঘটনা লোকমুখে ঘোরে। একবার কবি জয়দেব অসুস্থ হয়ে পড়লে মকর সংক্রান্তির পুণ্যস্নানে অক্ষম হন। তা জানতে পেরে অজয় নদের উজানে আসেন স্বয়ং মা গঙ্গা। সেই জলেই স্নান করে তিনি পুণ্য অর্জন করেছিলেন। সেকারণে জয়দেবে মকর সংক্রান্তির স্নান অত্যন্ত জনপ্রিয়। প্রতি বছর এই মেলায় হাজার হাজার মানুষ সমবেত হন। এবছরই প্রথম কঙ্কালীতলা মন্দিরের পুরোহিতরা অজয়ের ঘাটে সন্ধ্যারতি করেন। মেলায় আসা এক পুণ্যার্থী বলেন, স্নান সেরে মন্দিরে পুজো দিলাম। তবে এবার ভিড় তুলনামূলকভাবে কম।
পশ্চিমী ঝঞ্ঝার কারণে এবছর হাড় কাঁপানো ঠান্ডা না থাকলেও আখড়াগুলিতে গানের পাশাপাশি রাতভর আগুন পোহানোর মাধ্যমে আনন্দে মেতে রইলেন বাউল-ফকিররা। ‌পুজো দেওয়ার পাশাপাশি মেলায় নানা সামগ্রী কিনতেও ভিড় জমান আগত দর্শনার্থীরা। কড়া নিরাপত্তার ফাঁকেও মোবাইল চুরি, পকেটমারির মতো ঘটনা ঘটেছে। মেলার ভিড়ে ৭৫টি মোবাইল হারানো ও চুরি যাওয়ার ঘটনা ঘটেছে। বিভিন্ন অপরাধে প্রায় ৫০জনকে আটক করেছে পুলিস।
জেলার পুলিস সুপার আমনদীপ বলেন, আগত পুণ্যার্থীদের জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ডিআইজির সঙ্গে মেলা পরিদর্শন করেছি। ৭৫টি মোবাইল‌ হারানো ও চুরির রিপোর্ট সামনে এসেছে। চুরি, পকেটমারি ও ছিনতাইয়ের অভিযোগে প্রায় ৫০জনকে আটক করা হয়েছে। ‌তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
4h 4m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা