বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

শিল্পাঞ্চলের নদীঘাটগুলিতে মকরস্নান করতে পুণ্যার্থীদের ভিড়, জলপথে চলে নজরদারি

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: মঙ্গলবার মকর সংক্রান্তি উপলক্ষ্যে ভক্তদের ঢল নামে শিল্পাঞ্চলের নদী ঘাটগুলিতে। ভোর থেকেই পুণ্যস্নান করতে মানুষের ভিড় জমে। নদীতে হাজার হাজার মানুষের ভিড়ে দুর্ঘটনা এড়াতে তৎপর ছিল বিপর্যয় মোকাবিলা দপ্তর। দামোদরের বিভিন্ন ঘাটে বোটে করে টহল দিয়েছেন দপ্তরের কর্মীরা। পুলিসি ব্যবস্থাও ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে রানিগঞ্জ থেকে বার্নপুরে পুণ্য অর্জনে ব্যস্ত মানুষদের রেলপথ ধরে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে দেখা যায়। 
বরাকর ও দামোদর নদীর মিলনক্ষেত্র দিশেরগড় ঘাটে মকর সংক্রান্তি উপলক্ষ্যে ভক্তদের জোয়ার নামে। এবছরও সকাল থেকে যার ব্যতিক্রম হয়নি। ভোর হতেই মানুষ ভিড় জমান এখানে। সাঁকতোড়িয়া, দিশেরগড়, কুলটির পাশাপাশি পুরুলিয়ার বহু মানুষ এখানে ভিড় করেছিলেন। নদীতে নেমে স্নান করে বহু মানুষকে ইষ্ট দেবতাকে স্মরণ করতে দেখা যায়। হীরাপুর থানার ভূতনাথ মন্দিরের সামনে দামোদর ঘাটে এদিন ভোর থেকেই বিপুল মানুষের ভিড় ছিল। তর্পণ হোক বা মকর স্নান আসানসোল, বার্নপুর দুই শহরের মানুষের ভিড় করেন দামোদরের ঘাটে। পুলিস ও প্রশাসনের পক্ষ থেকে বাড়তি প্রস্তুতি নেওয়া হয়েছিল। স্পিডবোটে করে নদীতে টহল দিয়ে সাধারণ মানুষকে সতর্ক করতে দেখা যায় বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের। সেখা঩নেই দেখা যায় রেলপথে ঝুঁকির যাতায়াত। গত বছরই দামোদর নদের উপর রেলব্রিজ পার হতে গিয়েই ইস্কোর তিন ঠিকা শ্রমিকের মৃত্যু হয়েছিল। তারপরও টনক নড়েনি মানুষের। এমনকী, রেল প্রশাসনও বাড়তি কোনও সতর্কতা অবলম্বন করেনি। এদিনও দেখা গিয়েছে রেলব্রিজের উপর দিয়ে যাচ্ছিল রেল, আর ব্রিজের এক কোণে দাঁড়িয়ে কোনওরকমে প্রাণ রক্ষা করে মকরস্নান করতে আসছেন সাধারণ মানুষ। ঝুঁকির পারাপারের এই চিত্র ধরা পড়েছে রানিগঞ্জের মেজিয়া ব্রিজের কাছেও। সেখানে ব্রিজের নীচে রয়েছে নারায়ণকুড়ি ঘাট। দামোদর নদের এই ঘাটে মকর সংক্রান্তির দিন ভক্তদের ঢল নামে। বড় মেলার আয়োজন করা হয়। এদিন নারায়ণকুড়ি এলাকায় আসেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি জানিয়েছেন, এলাকার পর্যটনে বিকাশের নানা সম্ভাবনা রয়েছে। এখানে রয়েছে কবিগুরুর ঠাকুরদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের ঐতিহাসিক জেটিঘাট। সেখানে নদীতে বড় নৌকা নামিয়ে পর্যটক টানা যেতে পারে। আমি পর্যটন দপ্তরের সঙ্গে কথা বলব।
এদিন রানিগঞ্জের বল্লভপুরে মেজিয়া শ্মশানঘাটেও বহু মানুষের ভিড় হয়। দুর্গাপুর ব্যারেজেও মানুষের ঢল নেমেছিল। দামোদরের ঘাটগুলির পাশাপাশি শিল্পাঞ্চলে অজয়ের ঘাটগুলিতেও ব্যাপক মানুষ ঩ভিড় জমিয়েছিল। বারাবনির রুনাকুড়া ঘাট, পাণ্ডবেশ্বরের ভীমগড় ঘাট সহ নানা ঘাটে মানুষ পুণ্যস্নান করে। -নিজস্ব চিত্র
5h 5m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা