দক্ষিণবঙ্গ

পাঁশকুড়ায় জলের তলায় জাতীয় সড়ক, পানীয় জলের হাহাকার

নিজস্ব প্রতিনিধি, পাঁশকুড়া: বুধবার রাতে বাড়িতে ঘুমিয়েছিলেন। গভীর রাতে বন্যার জলে বিছানা ভিজে যেতেই ঘুম ভাঙে সন্ধ্যা দোলইয়ের। পাঁশকুড়া থানার লালচক গ্রামে তাঁর বাড়ি। কয়েকদিন আগে দুর্ঘটনায় পা ভাঙে স্বামী যুগল দোলইয়ের। পা ভাঙা স্বামীকে পীঠে তুলে এক শাড়িতে বাড়ি ছাড়তে হয় সন্ধ্যাদেবীকে। এখন আশ্রয়স্থল গোটপোতা প্রাইমারি স্কুল। বুধবার রাতে সন্ধ্যাদেবীর মতো কয়েক হাজার দুর্গত নিজেদের ঘরবাড়ি ছেড়ে চলে গিয়েছেন। কেউ উঁচু বাঁধে, আবার কেউ কেউ স্কুল, আইসিডিএস ভবনে। এত দ্রুত হারে বন্যার জল বাড়বে কল্পনা করতে পারেননি পাঁশকুড়ার বাসিন্দারা। শহর থেকে গ্রাম, চারিদিকে শুধুই জলছবি। পাঁশকুড়া পুরসভার প্রফেসর কলোনিকে শহরের ‘সল্টলেক’ বলা হয়। এদিন সকালে পানীয় জলের জন্য ওই ভিআইপি পাড়ায় তীব্র হাহাকার পড়ে যায়।
পাঁশকুড়া শহরের চাঁপাডালি, মধুসূদনবাড়, বাহারগ্রাম, সুড়ানানকার প্রভৃতি এলাকার বাসিন্দারা অতীতে এরকম ভয়াবহ বন্যার মুখোমুখি হননি। নদীবাঁধ ভাঙার পর কয়েক ঘণ্টার মধ্যেই এভাবে দুর্ভোগ ঘনিয়ে আসবে তাঁরা কল্পনাও করতে পারেননি। বিদ্যুৎ না থাকায় পানীয় জলের সমস্যা সবচেয়ে বেশি। জলের পাউচ কিংবা রান্না করা খাবার শহরের ভিতরে যাওয়ার আগেই শেষ হয়ে যাচ্ছে বলে অভিযোগ। এদিন সকালে ত্রিপলভর্তি একটি গাড়ি বাহারগ্রামে আসে। মুহূর্তের মধ্যে তা বিলি হয়ে যায়। শহর এলাকায় এমন দুর্ভোগ নেমে আসবে বাসিন্দারা কল্পনা করতে পারছেন না। পাঁশকুড়া স্টেশন যাওয়া রাস্তায় বুকসমান জল। সারি সারি দোকান, ব্যাঙ্ক, অফিস সব প্রতিষ্ঠানে শাটার নামানো। সেই শাটারের বেশিরভাগটাই জলের তলায়।
১৬ নম্বর জাতীয় সড়কে মঙ্গলদ্বারি থেকে ক্ষীরাই যাওয়ার রাস্তার দু’ধারে সারি সারি ত্রিপল খাটিয়ে দুর্গতরা আশ্রয় নিয়েছেন। গবাদি পশু আর মানুষ তাঁবুর নীচে সহাবস্থান করছেন। গোটপোতার মইনুদ্দিন খান, লালচকের মায়া ডাং ও খোকা ডাং সহ শয়ে শয়ে বন্যার্তদের ঠিকানা এই রাস্তা। মায়াদেবী বলেন, আমাদের ছোট তিন ছেলেমেয়ে। রাতেরবেলা বন্যার জল বাড়িতে ঢোকে। বাচ্চাদের কাঁধে, বুকে জড়িয়ে এক কাপড়ে বাড়ি ছেড়ে এখানে এসেছি।
বৃহস্পতিবারও গোবিন্দনগর পঞ্চায়েতের মঙ্গলদ্বারি, মানুর সহ বিভিন্ন জায়গায় দুর্গতদের উদ্ধার করে এনডিআরএফ। আবার, অনেকে বাড়ি ছেড়ে ত্রাণশিবিরে আসতে চাইছেন না। জলমগ্ন বাড়ির ফাঁকা ছাদে জিনিসপত্র তুলে সেখানেই আশ্রয় নিয়েছেন। আলু, পেঁয়াজ, মুড়ি প্রভৃতি খাদ্যসামগ্রীর আকাল। বুধবার থেকেই পাঁশকুড়া সব্জি মার্কেট বন্ধ। যেকারণে সব্জির সরবরাহ নেই। আনাজপাতি মহার্ঘ্য হয়ে উঠেছে। এতে আরও বিপদে পড়েছেন দুর্গতরা। 
পাঁশকুড়ায় সড়ক যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়েছে। বুধবারই তমলুক-পাঁশকুড়া রাজ্য সড়কে যোগযোগ বিচ্ছিন্ন হয়। জেলা সদরের সঙ্গে পাঁশকুড়ার যোগাযোগের মাধ্যম ছিল কলকাতা-মুম্বই ১৬নম্বর জাতীয় সড়ক। বৃহস্পতিবার সকাল থেকেই সেই জাতীয় সড়কে বিভিন্ন জায়গায় জল ওঠে। বেলা যত গড়িয়েছে জাতীয় সড়ক তত বেশি জলমগ্ন হয়েছে। এজন্য মুম্বই রোডে একাধিক জায়গায় কলকাতামুখী একটি লেন বন্ধ করে দিতে হয়েছে।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁশকুড়া ছাড়ার পর জেলাশাসক পূর্ণেন্দু মাজী এবং পুলিস সুপার সৌম্যদীপ ভট্টাচার্য দীর্ঘক্ষণ অন্যান্য অফিসারদের নিয়ে মিটিং সারেন। কীভাবে ত্রাণসামগ্রী দুর্গত এলাকায় পৌঁছে দেওয়া যায় তা নিয়ে পরিকল্পনা করেন। এদিন দুপুরে বিভিন্ন ত্রাণশিবিরে ভাত, সব্জি, ডিমের তরকারি হয়। রাতে রান্না করা খিচুড়ি নৌকায় চাপিয়ে দুর্গত এলাকায় নিয়ে যাওয়া হয়। প্রশাসন সর্বতোভাবে দুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। 
পাঁশকুড়ার পুরুষোত্তমপুরে কলকাতা-মুম্বই ১৬ নম্বর জাতীয় সড়ক পুরোপুরি জলের তলায়। নিজস্ব চিত্র।
1h 1m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা