দক্ষিণবঙ্গ

বেতনের দাবিতে বিক্ষোভ বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালের ঠিকা কর্মীদের

সংবাদদাতা বেলদা: সময় মতো বেতনের দাবিতে কাজ বন্ধ রেখে আন্দোলনে নামলেন বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালের শতাধিক চুক্তিভিত্তিক কর্মী। বুধবার রাত থেকে কাজ বন্ধ রেখে হাসপাতালের গেটের সামনে বসে বিক্ষোভ দেখান তারা। বৃহস্পতিবারও তাদের আন্দোলন জারি রয়েছে বলে জানা গিয়েছে। নির্দিষ্ট সময়ে বেতন দেওয়ার দাবিতে ছিল এই বিক্ষোভ, অবস্থান। আন্দোলনরত ঠিকাদার সংস্থার চুক্তিভিত্তিক কর্মীদের দাবি, মাসের ১০তারিখের মধ্যে বেতন দিতে হবে, সমস্ত কর্মীদের পে-স্লিপ দিতে হবে। পাশাপাশি পুজোর আগে সময়মতো বোনাস প্রদান করতে হবে। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে তারা সঠিক সময়ে বেতন পাচ্ছেন না। কখনও পরের মাসের শেষে, কখনও দুই মাস পরে বেতন পাচ্ছেন। তাদের বক্তব্য, বেতন একেবারেই কম, তাই বেতন নির্দিষ্ট সময় না পেলে সমস্যায় পড়তে হচ্ছে। এর আগেও কর্মবিরতি করে এবং লিখিত জানালেও কোনও সুরাহা হয়নি। এদিন কর্মবিরতির জেরে হাসপাতালের কাজ ব্যাহত হয়। ব্লক স্বাস্থ্য আধিকারিক তথা হাসপাতালের সুপার আশিস মণ্ডল অবস্থানে বসা কর্মীদের কাজে যোগ দেওয়ার আবেদন জানান। তাতেও রাজি হননি আন্দোলনকারীরা। তাদের দাবি, কোম্পানিকে নির্দিষ্ট সময়ে বেতন দেওয়ার কথা জানাতে হবে। আন্দোলনকারীদের দাবি, জরুরি পরিষেবায় কর্মীরা পরিষেবা দিয়েছেন। বাকিরা আন্দোলনে যোগ দেন।
1h 1m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা