দক্ষিণবঙ্গ

মহারাষ্ট্রে খুন হওয়া পরিযায়ী শ্রমিকের বাড়িতে সাংসদ

সংবাদদাতা, রামপুরহাট: বিজেপি শাসিত মহারাষ্ট্রে মুণ্ড কেটে খুন করা হয় নলহটির পানিটা গ্রামের পরিযায়ী শ্রমিক বছর বত্রিশের সোমনাথ দেবনাথকে। বৃহস্পতিবার বিকেলে মৃতের পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিলেন রাজ্যসভার সাংসদ তথা পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রাজেন্দ্রপ্রসাদ সিং, পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের রাজ্য সভাপতি রিপন শেখ সহ বাংলা সংস্কৃতি মঞ্চের সদস্যরা। যদিও দাদার দেহ আনতে মহারাষ্ট্রে পাড়ি দেওয়ায় বাড়িতে ছিলেন না মৃতের ভাই সুকান্ত দেবনাথ। মৃতের বাবা গৌতম দেবনাথের সঙ্গে কথা বলেন সামিরুল সাহেব। সরকারি সমস্ত সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। 
সাংসদ বলেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে একের পর এক বাংলার শ্রমিকদের নানাভাবে খুন ও হয়রানি করা হচ্ছে। শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য। কিন্তু তাঁরাও তো এই দেশেরই মানুষ। বিষয়টি সংসদে তোলা হবে। sএদিনই সন্ধ্যায় মহারাষ্ট্রের একটি শ্মশানে মৃত শ্রমিকের দেহ সৎকার করা হয়। সুকান্তবাবু বলেন, দেহ পচে গিয়েছে। নিয়ে যাওয়ার মতো অবস্থা নেই। তাই মাকে ফোন করে জানিয়ে এখানেই দেহ সৎকার করা হয়েছে। রিপন শেখ বলেন, শুধু খুন ও হয়রানি নয়, এখানকার শ্রমিকদের খাটিয়ে নেওয়ার পর পারিশ্রমিকও দিচ্ছে না। পশ্চিমবঙ্গের মাতৃভাষা বাংলা। সংবিধান এই ভাষাকে স্বীকৃতি দিয়েছে। তাহলে বাংলায় কথা বলার জন্য কেন ভিন রাজ্যে বাঙালিদের খাটো করে দেখা হবে?
1h 1m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা