দক্ষিণবঙ্গ

থিম বৈচিত্র্যে সেজে উঠছে নবাবী মুলুক

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: আর এক মাসও বাকি নেই। ঘরের মেয়ে উমার আবাহনের প্রস্তুতি পর্ব জোরকদমে চলছে। ব্যস্ততার বেগ রোজ একটু একটু করে বাড়ছে। যদিও দুর্গাপুজোর মণ্ডপ সজ্জার কাজে মাঝেমধ্যে প্রকৃতির খামখেয়ালিপনায় বিঘ্ন ঘটছে। তাই থিমের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে রাত জাগা শুরু করেছেন শিল্পীরা। ছোট-বড় ও মাঝারি মাপের পুজো উদ্যোক্তাদের মধ্যে এর মধ্যেই থিম নিয়ে টক্কর শুরু হয়েছে। বাহারি থিমের উপস্থাপনায় ধীরে ধীরে সেজে উঠছে নবাবী মুলুক।
বিষয় ভাবনার অভিনবত্বে মুর্শিদাবাদ জেলার সদর বহরমপুরের পুজোর একটা আলাদা জৌলুস আছে। পুজো উদ্যোক্তারা সামাজিক বিভিন্ন বিষয়ে বার্তা দেওয়ার জন্য পুজোর মণ্ডপকে কাজে লাগায়। দর্শকদের মনোরঞ্জনের জন্য নানা ধরনের অভিনব আঙ্গিকে পুজো মণ্ডপ সাজিয়ে তুলছেন শিল্পীরা। এখন থেকে থিম নিয়ে দর্শকদের কৌতূহল বাড়ছে। বহরমপুরের নামী একটি পুজো বিটি কলেজ বটতলার ভট্টাচার্য পাড়া। এই দুর্গাপুজো কমিটির এবারের বিষয় ভাবনায় নতুনত্ব রয়েছে। হরগৌরীর মিলন ফুটিয়ে তোলা হবে তাদের মণ্ডপ সজ্জায়। বহরমপুরের খাগড়া নতুন বাজার এলাকার একটি পুজো কমিটি তাদের পুজোর আয়োজনে এবার ডোকরা শিল্পকে প্রাধান্য দিয়ে মণ্ডপ সজ্জা করছে। লোয়ার কাদাই সর্বজনীন দুর্গোৎসব কমিটিও এবার চমক রাখছে। ‘সোনার দেশে সোনার বেশে’ মা সেখানে আবির্ভাব হবেন।।
পুজো উদ্যোক্তা সৌম্যদীপ সোনাই বলেন, পুজোর মণ্ডপের কাজ শুরু হয়েছে। ছোট গলির মধ্যে আমাদের পুজো করতে হয়। কম জায়গায় থিমের পরিবেশন যাতে মানুষকে মুগ্ধ করে, তাই আগেভাগেই আমরা নেমে পড়েছি। আশা করি, এবারও আমাদের থিম দর্শকদের মুগ্ধ করবে।
বাকিদের টেক্কা দিতে মুর্শিদাবাদের চুনাখালি অরবিন্দ স্মৃতি সংসদও এবার হাজির হয়েছে নতুন বিষয় নিয়ে। শারদ উৎসবে তাদের থিম প্যারিসের ডিজনি ল্যান্ড। উদ্যোক্তা কাঞ্চন মণ্ডল বলেন, ডিজনি ল্যান্ডকে হুবহু তুলে ধরা হবে। প্রতিটি চরিত্র মণ্ডপে উপস্থিত থাকবে। প্রতি বছরের মতো আমরাই সেরা হব। 
শুধু বহরমপুর নয়। পাশ্ববর্তী মহকুমাগুলিতেও বড় পুজোর আয়োজন হয়। সেখানেও এবার নতুন থিমের লড়াই। এক উদ্যোক্তা অপর উদ্যোক্তাদের সঙ্গে রীতিমতো প্রতিযোগিতায় শামিল হয়েছে। 
কান্দি মহকুমার সবথেকে বিগ বাজেটের পুজো করে কান্দি অরবিন্দ স্পোর্টিং ক্লাব। এ বছরের পুজোর থিম ইসকন মন্দির। তাদের বাজেট প্রায় ১৬ লক্ষ টাকা। পুজো কমিটির সম্পাদক পার্থপ্রতিম সরকার বলেন, প্যান্ডেলের কাজ শুরু হয়েছে। কুড়ি শতাংশের মতো কাজে এগিয়েছে। মানুষ আমাদের মণ্ডপ দেখে মুগ্ধ হবেন।  
জিয়াগঞ্জ কাশীগঞ্জ ফাইভ স্টার ক্লাবের পুজোর থিম ভক্তের ভগবান। পুজো উদ্যোক্তা জয়দেব সরকার বলেন, শ্রীকৃষ্ণের জন্ম থেকে বকাসুর, পুতনা রাক্ষসী বধ সহ ভগবানের লীলা সবকিছুই পুতুলের মাধ্যমে তুলে ধরা হবে। প্রতি বছরের মতো এবছর দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে আমাদের মণ্ডপে। 
তবে আশঙ্কা একটা রয়েছেই। সেটা হল বৃষ্টি। বৃষ্টিতে কাজ বন্ধ রাখতে হয়। তাই উদ্যোক্তাদের প্রার্থনা, পুজোর আগে ভারী বৃষ্টি যেন না হয়।
9d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা