দক্ষিণবঙ্গ

দুর্গাপুরে ব্যবসায়ীর কোটি টাকা ছিনতাইয়ের তদন্তে সালানপুর থেকে উদ্ধার টাকা, আগ্নেয়াস্ত্র

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: দুর্গাপুরের ব্যবসায়ীর কোটি টাকা ছিনতাইয়ের ঘটনার তদন্তে এবার সালানপুর থানা এলাকায় অভিযান চালালো দুর্গাপুর থানার পুলিস। সোমবার সকালে সালানপুর থানার পিঠাইকেয়ারি এলাকার পৃথ্বীরাজ জয়সওয়ালের বাড়িতে হানা দেয় দুর্গাপুর ও সালানপুর থানার বিশাল বাহিনী। পুরো বাড়ি ঘিরে চলে তল্লাশি অভিযান। পেল্লাই বাড়ি থেকে বেশকিছু টাকা, একটি আগ্নেয়াস্ত্র ও দু’টি গাড়ি বাজেয়াপ্ত হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, বাড়িটি সিল করে দেওয়া হয়। যদিও পুলিস এনিয়ে প্রকাশ্যে কিছু বলেনি। অন্যদিকে সালানপুর থানার রূপনারায়ণপুরের হঠাৎপল্লি এলাকায় ব্যবসায়ী অজয় কুমার দাসের বাড়িতেও অভিযান চালায় পুলিস। সেখানেও তল্লাশির পর তা সিল করে দেওয়া হয়।
প্রসঙ্গত, দিল্লির ব্যবসায়ীর কাছ থেকে ১কোটি ১লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠে দুর্গাপুরের ডিভিসি মোড় সংলগ্ন এলাকায়। ঘটনায় পুলিস দুর্গাপুর থানার এএসআই অসীম চক্রবর্তী, সিআইডির এক কর্মী, প্রাক্তন এক পুলিস অফিসার সহ ছ’জনকে গ্রেপ্তার করে। অভিযুক্তদের গ্রেপ্তার করা হলেও টাকা উদ্ধার হয়নি। পুলিস গোপন সূত্রে খবর পায় এই ব্যবসায়ীদের বাড়িতেই লুটের টাকা রয়েছে। তারপরই এদিন সকাল থেকে শুরু হয় অভিযান। পুলিস এনিয়ে প্রকা঩শ্যে কিছু বলতে না চাইলেও দুই ব্যবসায়ীর হঠাৎ উত্থান নিয়ে এলাকাবাসীর মনে প্রশ্ন রয়েছে।
10d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা