উপার্জন বেশ ভালো হলেও ব্যয়বৃদ্ধি পাওয়ার কারণে সঞ্চয় তেমন একটা হবে না। শরীর খুব একটা ... বিশদ
বুদ্ধিমত্তা নির্ণায়ক জিনগুলোর অবস্থান ক্রোমোজোম এক্সে। যেহেতু নারীরা দুটি এক্স ক্রোমোজোম এবং পুরুষরা শুধু একটি এক্স ক্রোমোজোম বহন করে, তাই শিশুদের মায়ের কাছ থেকে বুদ্ধিমত্তা পাওয়ার সম্ভাবনা দ্বিগুণ। এছাড়া, গবেষণার প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে বাবার কাছ থেকে প্রাপ্ত বুদ্ধির জিনগুলো নাকি ক্রমশ নিষ্ক্রিয় হয়ে যায়।
কেন স্মার্ট মায়েদের শিশুরা স্মার্ট হয়? এর পেছনে বৈজ্ঞানিক কারণ ছাড়াও অন্য একটি যুক্তিও রয়েছে। যেহেতু মায়েরা শিশুর মস্তিষ্ক বিকাশের সময়টাতে তার সঙ্গে সঙ্গে থাকে তাই সন্তানের ওপর মায়ের বুদ্ধির প্রভাব বেশি মাত্রায় পড়ে। এছাড়াও গবেষণা আরও বলছে, বেশি বয়সে মাতৃত্ব গ্রহণ করলে সেই মা অল্পবয়সী মায়ের তুলনায় ‘ভালো মা’ হয়ে উঠতে পারেন।