উপার্জন বেশ ভালো হলেও ব্যয়বৃদ্ধি পাওয়ার কারণে সঞ্চয় তেমন একটা হবে না। শরীর খুব একটা ... বিশদ
ক্ল্যাসিক মাশরুম আরানসিনি
উপকরণ: অলিভ অয়েল ২ টেবিল চামচ, কুচিয়ে কাটা পেঁয়াজ ১টা, থেঁতো রসুন ১ কোয়া, মাশরুম ২০০ গ্রাম, আরবোরিও রাইস ১ কাপ, গ্রেট করা পারমেশিয়ান চিজ কাপ, ময়দা কাপ, ফেটানো ডিম ৩টে, ব্রেড ক্রাম্ব ১ কাপ, তেল ভাজার জন্য, নুন।
পদ্ধতি: একটা কড়াইতে তেল গরম করে নিন। তাতে রসুন ফোড়ন দিন। তারপর পেঁয়াজ দিয়ে ভাজুন। খানিকক্ষণ ভাজার পর মাশরুম দিন। আরও খানিকক্ষণ ভাজুন। মাশরুম নরম হলে আঁচ কমিয়ে নুন দিয়ে চাপা দিন। মাশরুমের সঙ্গে চাল মেশান। ভালো করে নাড়ুন, দেখবেন সব একসঙ্গে মিশে গিয়েছে। তখন অল্প অল্প করে গরম জল মেশান। জলে চাল ঢেকে গেলে চাপা দিয়ে রাঁধুন। ততক্ষণ রাঁধবেন যতক্ষণ না চাল সেদ্ধ হচ্ছে আর জলও চালে টেনে যাচ্ছে। তখন একবার ভাতটা ভালো করে নেড়ে দেবেন। ভাত যেন খুব আঠালো না হয়, আবার খুব শুকনোও না হয় সেদিকে খেয়াল রাখবেন। এই ভাতে পারমেশিয়ান চিজ মেশান। তারপর স্বাদ মতো নুন ও মরিচগুঁড়ো মিশিয়ে নামিয়ে নিন। ভাত ও মাশরুমের এই মিশ্রণ সামান্য ঠান্ডা হলে তা হাতের সাহায্যে গোল্লা পাকিয়ে নিন। তা ময়দায় এপিঠ ওপিঠ করুন। তারপর ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিন। তারপর এই বল তেলে ভেজে নিন।
কোকোনাট পোস্ত চিকেন
উপকরণ: বোনলেস চিকেন ছোট টুকরো করে কাটা ৫০০ গ্রাম, কাপ জলে ভেজানো পোস্ত ৬ চামচ, কোকোনাট পাউডার ১ কাপ, রসুন ৬ কোয়া, আদা ১ ইঞ্চি, কাঁচালঙ্কা ৪টে, ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ ২টো, সর্ষের তেল ৪ টেবিল চামচ, নুন স্বাদ মতো।
ম্যারিনেশনের উপকরণ: লেবুর রস ১ টেবিল চামচ, আদাবাটা ২ চা চামচ, রসুনবাটা ২ চা চামচ, নুন স্বাদ মতো, সর্ষের তেল ১ চা চামচ।
পদ্ধতি: একটা বড় মিক্সিং বোলে চিকেনের টুকরো, লেবুর রস, আদা রসুনবাটা, নুন ও সর্ষের তেল (ম্যারিনেশনের উপকরণ) মাখিয়ে অন্তত ১ ঘণ্টা রেখে দিন। জলে ভেজানো পোস্ত বেটে নিন। একইসঙ্গে কাঁচালঙ্কা, আদা রসুনবাটা ও কোকোনাট পাউডার মেশান। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ সোনালি করে ভেজে নিন। তাতে পোস্তবাটার মিশ্রণ মেশান। তেল ছেড়ে এলে চিকেন দিন। নুন দিয়ে ঢিমে আঁচে চাপা দিন। চিকেন সেদ্ধ হলে প্রয়োজনে অল্প একটু জল মেশাতে পারেন। চিকেন ও গ্রেভি মোটামুটি গা মাখা হলে নামিয়ে নিন।