দক্ষিণবঙ্গ

ঘাটালে বন্যা পরিস্থিতি চন্দ্রকোণায় তলিয়ে গেলেন বৃদ্ধ 

সংবাদদাতা, ঘাটাল: ঘাটাল মহকুমায় বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে। মহকুমার প্রত্যেকটি নদীরই জল লাফিয়ে-লাফিয়ে বাড়ছে। এভাবে জল বাড়তে থাকলে ২০১৭ সালের থেকেও বেশি ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চন্দ্রকোণায় এক বৃদ্ধ বন্যার জলে তলিয়ে গিয়েছেন। সোমবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলি কাদেরি ও পুলিস সুপার ধৃতিমান সরকার ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শনে আসেন। 
জেলাশাসক বলেন, কয়েকটি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। বিভিন্ন জলাধার থেকে কী পরিমাণ জল ছাড়া হচ্ছে, সেটাও আমরা লক্ষ্য রাখছি। মানুষ যাতে কোনওরকম সমস্যায় না পড়েন, সেদিকে প্রশাসন নজর রাখছে। প্রশাসন বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে। বিভিন্ন দপ্তরে কন্ট্রোল রুমও খোলা হয়েছে।
টানা তিনদিনের বৃষ্টিতে এমনিতেই সারা ঘাটাল মহকুমার মাঠ-ঘাট ডুবে গিয়েছে। তার উপর পশ্চিমাঞ্চলের জল নেমে আসার ফলে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চন্দ্রকোণা-১, চন্দ্রকোণা-২, ঘাটাল ও দাসপুর-১ ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে গিয়েছে। শিলাবতী ও ঝুমি নদীর জলস্ফীতির ফলে ঘাটাল শহরের ১৩টি ওয়ার্ড এবং খড়ার শহরের পাঁচটি ওয়ার্ড জলমগ্ন। শিলাবতী নদের জলস্ফীতির হার যেভাবে বাড়ছে, সোমবার রাতের মধ্যেই ঘাটালের মূল বাজার এলাকা প্লাবিত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ঘাটাল বাজার পোস্টঅফিসের পোস্টমাস্টার তাপস দাস বলেন, যেভাবে জল বাড়ছে তা দেখে আমরা আতঙ্কিত। তারজন্য পোস্টঅফিসের কম্পিউটার সহ অন্যান্য ইলেক্ট্রনিক্স ডিভাইস এবং নথি আমরা নিরাপদ স্থানে সরিয়ে রাখার ব্যবস্থা করেছি।
ঘাটাল ও খড়ার শহর ছাড়াও মহকুমার বহু রাস্তা জলের তলায়। নদীগুলির উপরে থাকে বাঁশ ও কাঠের সাঁকোগুলি স্রোতের চাপে ভেঙে যাওয়ার ফলে বহু গ্রামের যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কয়েকটি জায়গায় নৌকার ব্যবস্থা করা হলেও চন্দ্রকোণার দু’টি ব্লকে বহু জায়গার মানুষ সরকারি নৌকা পাননি বলে অভিযোগ। চন্দ্রকোণা-১ ব্লকের কেঠিয়া খালের বাঁধ ভেঙে যাওয়ার ফলে কয়েকটি গ্রাম প্লাবিত। ওই ব্লকের খামার বেড়িয়ায় শিলাবতী নদীর বাঁধ উপচে জল প্রবাহিত হচ্ছে। 
ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, চন্দ্রকোণা-১ ব্লকের বাঁকা ও দাসপুর-১ ব্লকের কংসাবতী নদীতে বিপদসীমার উপর দিয়ে জল প্রবাহিত হচ্ছে। বাকি নদীগুলিতেও জল বাড়ছে। ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিকাশ কর বলেন, ঘাটাল ব্লকের মনশুকা, ইড়পালা ও সুলতানপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় জলের গভীরতা সবচেয়ে বেশি। রবিবার বিকেলে থেকে যেভাবে জল বাড়ছে অন্যান্য বারের বন্যাতে এভাবে জল কখনও বাড়তে দেখা যায়নি। ফলে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষও উদ্বিগ্ন। প্লাবিত এলাকাগুলিতে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার কারণে ওই মোবাইল রিচার্জ ও পানীয় জলের সমস্যা হচ্ছে বলে জানা গিয়েছে। প্রাণহানির কোনও খবর নেই। তবে চন্দ্রকোণা থানার বাঁকা এলাকায় বলরাম হাতি নামে এক বৃদ্ধকে এদিন সকাল থেকে পাওয়া যাচ্ছে না। অনুমান করা হচ্ছে, তিনি বন্যার জলে তলিয়ে গিয়েছেন।  প্রশাসনের উদ্যোগে ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে।  জল থইথই ঘাটালের ২ নম্বর ওয়ার্ড। 
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা