দক্ষিণবঙ্গ

জামুড়িয়ায় জাতীয় সড়কে ধস

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: জামুড়িয়ায় ১৯নম্বর জাতীয় সড়কে ধসের জেরে গর্ত হওয়ায় সোমবার চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জামুড়িয়া থানার বোগরাচটি এলাকায় এদিন সকালে জাতীয় সড়কের উপর বড় গর্ত দেখা যায়। গর্তটি যথেষ্ট গভীর। পাশের মাটিও ধসে গিয়েছে। এই এলাকা সংলগ্ন বেশকিছু কোলিয়ারি রয়েছে। তার জেরেই এই ধস কি না, তা নিয়ে উদ্বেগ ছড়ায়। ঘটনাস্থলে এসে পরিস্থিতি খতিয়ে দেখেন আসানসোল পুরসভার মেয়র পারিষদ সদস্য সুব্রত অধিকারী। ট্রাফিক পুলিসের পক্ষ থেকে পুরো এলাকা ব্যারিকেড করে দেওয়া হয়। 
রাজ্যের অন্যতম ব্যস্ত জাতীয় সড়ক এটি। কলকাতা ও দিল্লির সংযোগকারী এই রাস্তা বেশিরভাগ জায়গায় ছ’লেনের। কিন্তু বোগরাচটি এলাকায় রাস্তাটি চার লেনের। যার জেরে এলাকায় যানজট হয়। দুর্ঘটনার আশঙ্কা থাকে। তারপর এদিনের ধসের জেরে আরও একটি লেন কার্যত বন্ধ হয়ে গিয়েছে। এতে নিত্যযাত্রী, সাধারণ যাত্রীদের ঝক্কি আরও বাড়বে। এই ধস আরও বড় হলে জাতীয় সড়কে যান চলাচল নিয়েই প্রশ্ন উঠে যাবে। জাতীয় সড়কের প্রজেক্ট ডিরেক্টর মনীশ কুমার বলেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
10d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা