বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
অন্দরমহল
 

হরেক স্বাদে চুনো মাছ

গরম ভাতের সঙ্গে ছোট মাছের বিভিন্ন রান্নায় মজুক মন। ঘরোয়া রান্নার রেসিপি জানালেন সুমিতা শূর।  

কাচকি বড়ার ঝাল
উপকরণ: কাচকি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করা ২০০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন কুচি ২ চামচ, কাঁচালঙ্কা কুচি ১ চামচ, নুন-হলুদ প্রয়োজন মতো, সর্ষের তেল প্রয়োজন মতো, বেসন অল্প, চালের গুঁড়ো ২ চামচ, আদা-জিরে বাটা ২ চামচ, টম্যাটো বাটা  কাপ।
প্রণালী: প্রথমে কাচকি মাছ, বেসন, নুন, হলুদ, পেঁয়াজ কুচি ১ চামচ, রসুন কুচি ১ চামচ, কাঁচালঙ্কা কুচি  চামচ, চালের গুঁড়ো মাখিয়ে ছোট ছোট বড়ার আকারে গড়ে ভেজে তুলুন। এবার ওই তেলে বাকি পেঁয়াজ কুচি, রসুনকুচি ভেজে তাতে আদা-জিরে বাটা দিয়ে কষিয়ে অল্প জল দিন। নুন-হলুদ দিন। টম্যাটো বাটা দিন। ঢাকা দিয়ে ঢিমে আঁচে রাঁধুন। এর ১০ মিনিট পর বড়াগুলো দিন। ফুটে উঠলে নামিয়ে নিন।

পুঁটি মাছের চচ্চড়ি
উপকরণ: পুঁটি মাছ ২০০ গ্রাম (কেটে ধুয়ে পরিষ্কার করা), পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন কুচি ১ চামচ, সর্ষে বাটা ২ চামচ, কাঁচালঙ্কা বাটা ১ চামচ, নুন-হলুদ আন্দাজ মতো, সর্ষের তেল প্রয়োজন মতো, ধনেপাতা কুচি অল্প।
প্রণালী: পেঁয়াজ কুচি, রসুন কুচি, সর্ষে বাটা, কাঁচালঙ্কা বাটা, নুন, হলুদ ও সর্ষের তেল দিয়ে মেখে পুঁটি মাছগুলো ৫ মিনিট রেখে দিন। এবার প্যানে অল্প তেল গরম করে তাতে মাছ সহ সমস্ত মশলা দিয়ে ঢিমে আঁচে ১০ মিনিট ঢাকা দিয়ে রান্না করুন। তৈরি পুঁটি মাছের চচ্চড়ি। 

মৌরলা মাছের টক
উপকরণ: মৌরলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করা ২০০ গ্রাম, কাঁচা আম  টুকরো করা, চিনি  কাপ, সর্ষের তেল  চামচ, নুন স্বাদ মতো, হলুদ সামান্য, জল পরিমাণ মতো, আদাকুচি  চামচ।
প্রণালী: কড়াতে তেল গরম করে তাতে সর্ষে ফোড়ন দিন। এবার এতে আম, নুন, হলুদ দিয়ে নেড়েচেড়ে পরিমাণ মতো জল দিন। অন্যদিকে মৌরলা মাছগুলো অল্প তেলে ভেজে তুলে রাখুন। এদিকে আম সেদ্ধ হলে চিনি, সর্ষে বাটা  দিয়ে ভাজা মাছগুলো দিন। ফুটিয়ে নামিয়ে নিন। আদা কুচি দিয়ে ঢাকা দিয়ে রাখুন ১০ মিনিট।

ট্যাংরা রাঁধুনি বাটা
উপকরণ: ছোট ট্যাংরা ৩০০ গ্রাম, টম্যাটো ১টি কুচি করা কাটা, কাঁচালঙ্কা ৩টি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো  চামচ, গন্ধরাজ লেবুর রস ২ টেবিল চামচ, সর্ষের তেল, নুন প্রয়োজন মতো, রাঁধুনি বাটা ১ চামচ, হলুদ আন্দাজ মতো।
প্রণালী: প্রথমে ট্যাংরা কেটে ধুয়ে পরিষ্কার করে নুন-হলুদ মাখিয়ে ভেজে নিন। এবার কড়াতে তেল গরম করে তাতে টম্যাটো কুচি, অন্যান্য মশলা দিয়ে কষুন। এবার রাঁধুনি বাটা দিন। তারপর মাছ দিয়ে জল দিন। ফুটে উঠলে লেবুর রস ছড়িয়ে নামান।

আমোদি মাছের ঝাল
উপকরণ: আমোদি মাছ ধুয়ে কেটে পরিষ্কার করা ২০০ গ্রাম, পেঁয়াজ কুচি ৪টি, রসুন বাটা ৪ চামচ, লঙ্কাবাটা, হলুদ প্রয়োজন মতো, নুন পরিমাণ মতো, সর্ষের তেল প্রয়োজন মতো, ধনেপাতা কুচি অল্প।
প্রণালী: কড়াইতে আমোদি মাছ পেঁয়াজ কুচি, রসুন বাটা, লঙ্কা বাটা, নুন, হলুদ সর্ষের তেল সব একসঙ্গে নিয়ে নেড়ে নিন। ঢাকা দিয়ে ঢিমে আঁচে রাঁধুন ১৫ মিনিট। সেদ্ধ ও গামাখা হলে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন।

20th     April,   2024
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ