অন্দরমহল

ঝালেঝোলে
 

জুলাই মাসের ‘ঝালে ঝোলে’ প্রতিযোগিতার বিজয়ী চন্দ্রা দত্ত। সঙ্গে থাকছে তাঁর পাঠানো রেসিপি।

মাটনের চুইঝাল
উপকরণ: মাটন ১ কেজি, শাহী গরমমশলা পরিমাণ মতো, চুই বাটা (এক ধরনের লঙ্কা যা বিশেষত মাংস রান্নায় ব্যবহার করা হয়) ২ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ৩টে, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা  চা চামচ, জিরে গুঁড়ো ১ চা চামচ, লঙ্কা গুঁড়ো স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়ো ১ চামচ, কাঁচা লঙ্কা বাটা ৩টে, টক দই ১ কাপ, সর্ষের তেল পরিমাণ মতো, নুন আন্দাজ অনুযায়ী, চিনি সামান্য, তেজপাতা ১টা।
প্রণালী: প্রথমে বোলে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, টক দই, কাঁচালঙ্কা বাটা ও শাহী গরমমশলা গুঁড়ো নিয়ে একসঙ্গে মিশিয়ে নিন। এরপর তা দিয়ে মাটন ম্যারিনেট করে রাখুন অন্তত ৪ ঘণ্টা। এরপর প্যানে সর্ষের তেল দিয়ে তাতে তেজপাতা ফোড়ন দিন। তারপর ম্যারিনেট করা মাংস দিয়ে কষিয়ে নিন। এরপর শাহী গরমমশলা মেশান। সব শেষে চুই বাটা দিয়ে ভালোভাবে কষে নিন। নুন ও সামান্য চিনি দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো গরম জল দিয়ে ঢেকে দিন। ঢিমে আঁচে রান্না করুন। এরপর ঢাকা খুলে মাংস সিদ্ধ হয়েছে কি না দেখুন ও আবারও তা নেড়ে দিন। মাংস সুসিদ্ধ হলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা