খেলা

রডরিগোর গোলে জয়ী ব্রাজিল

সাও পাওলো: বিশ্বকাপ বাছাই পর্বে টানা তিন ম্যাচ হার! কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনাল খেকে বিদায়! সম্প্রতি ধুঁকতে থাকা ব্রাজিল স্বস্তির জয় পেল শনিবার। বাছাই পর্বে ঘরের মাঠে রডরিগোর একমাত্র গোলে  সেলেকাওরা বশ মানিয়েছে ইকুয়েডরকে। সেই সুবাদে বাছাই পর্বের কনমেবল টেবিলে চার নম্বরে উঠে এল ব্রাজিল। ৭ ম্যাচে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। অন্যদিকে, শনিবার কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেললেন লুইস সুয়ারেজ। তবে তারকা স্ট্রাইকারের বিদায়ী ম্যাচে আটকে গেল উরুগুয়ে। প্যারাগুয়ের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল মার্সেলো বিয়েলসার দল। অবশ্য ম্যাচের ফল ছাপিয়ে সবার নজর ছিল সুয়ারেজের দিকে। লায়োনেল মেসিও আবেগঘন বার্তা দিয়েছেন বন্ধুকে।
অতীতে ব্রাজিল ফুটবল মানেই জোগো বোনিতো অর্থাৎ সৃজনশীল ফুটবল। পেলে, গ্যারিঞ্চা, জিকো, সক্রেটিস, রোনাল্ডো, রোনাল্ডিনহোদের চোখ জুড়নো ফুটবলে বুঁদ হয়ে থাকত বিশ্ব। কিন্তু কালের নিয়মে সেই গরিমা হারিয়েছে। ডোরিভাল জুনিয়রের দল এখন কোনওক্রমে উতরে যাওয়ার জন্যই মাঠে নামে। শনিবারও ভিনিসিয়াস জুনিয়রদের খেলায় মন ভরেনি অনুরাগীদের। তবে রডরিগোর ব্যক্তিগত নৈপুণ্যের গোলে মূল্যবান পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে সাম্বার দেশ।
বাছাই পর্বে শেষ তিন ম্যাচে যথাক্রমে আর্জেন্তিনা, কলম্বিয়া ও উরুগুয়ের কাছে হার মানে ব্রাজিল। টানা তিন ম্যাচে হারের ধাক্কা কোপা আমেরিকাতেও কাটিয়ে উঠতে পারেনি সেলেকাওরা। কোয়ার্টার-ফাইনালে টাই-ব্রেকারে বশ মানেন ডোরিভাল-ব্রিগেড। এদিন ইকুয়েডরের বিরুদ্ধেও শুরুর দিকে আত্মবিশ্বাসের অভাব চোখে পড়ছিল। প্রথমার্ধের শেষদিকে ইকুয়েডরের মোইসেস কেইসেদোর শট ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল গোললাইন সেভ না করলে ফল অন্যরকম হতেই পারত। যাই হোক, এসব খেলারই অঙ্গ। তার আগেই ব্রাজিলকে লিড এনে দিয়েছিলেন রডরিগো। ৩০ মিনিটে বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে জাল কাঁপান রিয়াল মাদ্রিদের প্রতিশ্রুতিসম্পন্ন তরুণ ফুটবলার (১-০)। দ্বিতীয়ার্ধে ইকুয়েডরের সমতা ফেরাতে মরিয়া চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়।
অন্যদিকে, প্যারাগুয়ের বিরুদ্ধে শনিবার লুইস সুয়ারেজকে পুরো সময় মাঠে রেখেছিলেন উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা। তবে স্কোরশিটে নাম তুলতে ব্যর্থ তিনি। ম্যাচের পর অনুরাগীদের ভালোবাসায় আপ্লুত সুয়ারেজ। তারকা স্ট্রাইকারের বিদায়ী অনুষ্ঠানে বড় চমক ছিল লায়োনেল মেসির বার্তা। রেকর্ড করা ভিডিওতে স্টেডিয়ামের বড় পর্দায় আর্জেন্তাইন মহাতারকাকে বলতে শোনা যায়, ‘তোমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। জাতীয় দল ও দেশকে অনেক কিছু দিয়েছ। তারজন্য তোমার পরিবার, অনুরাগীরা গর্বিত। দেশের জন্য সর্বদাই সেরাটা উজাড় করেছ তুমি। জানি, অবসরের সিদ্ধান্তটা কতটা কঠিন ছিল তোমার জন্য। তবে মুহূর্তটা উপভোগ কর।’ বন্ধুর বার্তা পেয়ে তখন চোখের জলে ভাসছিলেন সুয়ারেজ। বিদায়ী বার্তায় তিনি বলেন, ‘দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা আমার কাছে সৌভাগ্যের। খেলা ছাড়লেও দর্শকাসনে বসে সবসময় জাতীয় দলের হয়ে গলা ফাটাব।’
ব্রাজিল- ১ (রডরিগো)             :               ইকুয়েডর- ০
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা