খেলা

জ্যাভেলিনে রেকর্ড গড়ে সোনা নবদীপের

প্যারিস: প্যারালিম্পিকসে আরও এক সোনা ভারতের। শনিবার জ্যাভেলিন থ্রো এফ ৪১ ইভেন্টে বাজিমাত নবদীপ সিংয়ের। ৪৭.৩২ মিটার থ্রোয়ে প্যারালিম্পিকস রেকর্ড গড়ে সোনা জিতলেন হরিয়ানার পুত্তর। তবে এই ইভেন্টে ঘিরে এদিন কম নাটক হয়নি। ৪৭.৬৪ মিটার জ্যাভেলিন থ্রোয়ের সুবাদে প্রাথমিকভাবে ইরানের বেইট সাদেঘকে জয়ী ঘোষণা করা হয়। অর্থাত্, রুপোতে সন্তুষ্ট থাকতে হচ্ছিল ভারতের নবদীপকে। তবে পরে ‘আনস্পোর্টিং কনডাক্টে’র কারণে বেইটকে ডিসকোয়ালিফায়েড ঘোষণা করা হলে নবদীপের পদকের রং বদলে যায়। এই ক্যাটাগরি থেকে দেশকে প্রথম সোনা এনে দিয়ে ইতিহাস গড়লেন ২৩ বছর বয়সি ভারতীয়। এদিকে, মহিলাদের ২০০ মিটার টি১২ ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন ভারতের সিমরন শর্মা। ২৪.৭৫ সেকেন্ডে দৌড় শেষ করেছেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন। এই বিভাগে সোনা জিতেছেন কুবার ওমারা ডুরান্ড (২৩.৬২)। আর রুপো ভেনেজুয়েলার আলেজান্দ্রা পেরেজের (২৪.১৯)।
জ্যাভেলিন থ্রো এফ ৪১ ইভেন্টে নবদীপের শুরুটা অবশ্য ভালো হয়নি। প্রথম থ্রো ফাউল হয়। দ্বিতীয় প্রচেষ্টায় ৪৬.৩৯ মিটার জ্যাভেলিন ছুড়েন তিনি। তবে তৃতীয় থ্রো’তে প্যারালিম্পিকসে রেকর্ড গড়ে সবাইকে তাক লাগিয়ে দেন হরিয়ানার পুত্তর। শেষ প্রচেষ্টায় অবশ্য তাঁকে ছাপিয়ে যান ইরানের বেইট সাদেঘ। রেকর্ড ৪৭.৬৪ মিটার জ্যাভেলিন থ্রোয়ের পর তাঁর সোনা জেতা নিশ্চিত হয়ে পড়ে। কিন্তু শেষ পর্যন্ত তিনি ডিসকোয়ালিফায়েড হলে সোনার হাসি হাসেন নবদীপ। উল্লেখ্য, এবারের প্যারালিম্পিকস এরমধ্যেই ভারতের পক্ষে সফলতম হয়ে উঠেছে। ৭টি সোনা, ৯টি রুপো ও ১৩টি ব্রোঞ্জ মিলিয়ে ঝুলিতে মোট ২৯টি পদক ভারতের। তবে এদিন পুরুষদের ৪০০ মিটার টি৪৭ ইভেন্টের ফাইনালে হতাশ করলেন ভারতের দিলীপ মাহাডু।
8d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে জটিলকর্মে অনায়াস সাফল্য ও প্রশংসালাভ। আর্থিক দিকটি শুভ। ক্রীড়াস্থলে বিশেষ সাফল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা