বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

বাহরাইচে ফের নরখাদক নেকড়ের হানা, গুরুতর জখম কিশোর

বাহরাইচ, ১৬ সেপ্টেম্বর: নেকড়ে আতঙ্ক পিছুই ছাড়ছে না বাহরাইচে। রবিবার রাতে ফের একবার নরখাদকের হানা বাহরাইচের মহিস এলাকায়। ষষ্ঠ নেকড়েটি এখনও অধরা। ফলে গ্রামবাসীরা মনে করছেন, সেটিই দুই বা একদিন পর পর বিভিন্ন গ্রামে গিয়ে হানা দিচ্ছে। গত রবিবার রাতে ধূর্ত রক্তলোলুপ প্রাণীটির আক্রমণে জখম হয় ১৩ বছরের এক কিশোর। জানা গিয়েছে, রাতে সে বাড়ির ছাদে ঘুমিয়েছিল। সেই সময়ই তাঁর উপর হামলা চালায় নেকড়েটি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিশোরের ঘাড়ে ও কাঁধে নেকড়েটি হামলা চালায়। ক্ষত গুরুতর হওয়ায় প্রতিবেশীরা দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরে সেখান থেকে তাঁকে বাহরাইচ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে ওই কিশোর চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
উল্লেখ্য, গত রবিবারই নেকড়ের হামলায় মৃত ব্যক্তিদের পরিবারের সঙ্গে কথা বলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জনসাধারণের নিরাপত্তার বিষয়ে আশ্বাসও দেন তিনি। কিন্তু তার ঠিক কয়েক ঘণ্টা পরই ফের নেকড়ের হামলায় প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়েও। এখন পর্যন্ত নেকড়ের হানায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জন গ্রামবাসীর। আহতের সংখ্যা ৩০-এরও বেশি। প্রশাসন অবশ্য ইতিমধ্যেই পাঁচটি নেকড়েকে পাকড়াও করেছে। তবে একটি নেকড়ের ধূর্ততার জেরে রীতিমতো কালঘাম ছুটেছে বনবিভাগের আধিকারিকদের। বর্তমানে সেটিই দাপিয়ে বেড়াচ্ছে এলাকার বিভিন্ন গ্রামে। যার ফলে কার্যত আতঙ্কে সিঁটিয়ে রয়েছেন গ্রামবাসীরা।
4Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা