খেলা

এখনও আমার সাফল্যের খিদে কমেনি: রবি অশ্বিন

চেন্নাই: বিশ্বক্রিকেটের অন্যতম সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ৩৭ বছর বয়সেও ভারতীয় টেস্ট দলের নিয়মিত সদস্য এই তারকা। বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন সিরিজেও স্পিন বিভাগকে নেতৃত্ব দেবেন তিনি। তার আগে নিজের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন ‘অ্যাশ’। একটি ইউ টিউব চ্যানেলে তিনি জানিয়েছেন, ‘অবসর নিয়ে আপাতত কোনও ভাবনা নেই। কারণ, এখনও আমার সাফল্যের খিদে কমেনি। প্রতিনিয়ত নিজেকে উন্নত করার চেষ্টা করি। যেদিন এই ইচ্ছাটা কমে যাবে, তখন বুটজোড়া তুলে রাখব।’ একটু থেমে তাঁর সংযোজন, ‘বয়স বাড়লে তোমাকে বেশি কসরত করতে হয়। গত ৩-৪ বছর সেটাই করে আসছি। এভাবেই খেলে যাব।’
চলতি বছরের শেষের দিকে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারত। সেখানেও অ্যাশের অভিজ্ঞতা কাজে লাগাতে চাইবেন ক্যাপ্টেন রোহিত শর্মা। গতবার অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ে বড় অবদান রেখেছিলেন এই ভারতীয় তারকা। পরিসংখ্যান বলছে, ভারতের জার্সিতে ১০০টি টেস্টে ৫১৬টি উইকেট রয়েছে অ্যাশের ঝুলিতে। লাল বলের ক্রিকেটে ভারতীয় হিসেবে সর্বাধিক উইকেটশিকারির তালিকায় যা দ্বিতীয়। রবীন্দ্র জাদেজার সঙ্গে জুটি বেঁধে প্রতিপক্ষ শিবিরকে তছনছ করে দিতে সক্ষম তামিলনাড়ুর স্পিনার। তবে তাঁর ব্যক্তিগত কোনও লক্ষ্য নেই। অশ্বিন বলেছেন, ‘নিজের জন্য কোনও লক্ষ্য স্থির করিনি। অনিল কুম্বলে চান আমি তাঁর রেকর্ড ভাঙি। কিন্তু আমি প্রতিদিন নিয়ে ভাবি। এ ভাবেই বাঁচতে ভালবাসি। নির্দিষ্ট কোনও লক্ষ্যের পিছনে ছুটে ক্রিকেটের প্রতি ভালোবাসা নষ্ট করতে চাই না।’ বছর পাঁচেক আগে অশ্বিনের কেরিয়ারকে ঘোরতর সংশয়ের মধ্যে ঠেলে দিয়েছিল চোট সমস্যা। সেখান থেকে দারুণভাবে ফিরে এসেছেন তিনি। তা নিয়ে তারকা অফ স্পিনার বলেছেন, ‘সেই কঠিন সময়ের পর আমার জীবন কী ভাবে বদলে গিয়েছে জানি। আমি শুধু ক্রিকেট উপভোগ করতে চাই এখন।’
ব্যক্তিগত প্রসঙ্গ ছাড়াও ইউ টিউব সাক্ষাত্কারে বিভিন্ন বিষয়ে মুখ খুলেছেন অ্যাশ। তাঁর মতে, এই মুহূর্ত ভারতের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার হলেন যশপ্রীত বুমরাহ। অশ্বিনের মন্তব্য, ‘ভারতীয় ক্রিকেটে ব্যাটারদের নিয়েই বেশি মাতামাতি হয়। এটা কখনও পরিবর্তন হবে না। তবে বুমরাহ কিছুটা হলেও সেই ট্রেন্ড বদলাতে পেরেছে। এই প্রজন্মের সেরা প্রতিভা বুমবুম। ভারতীয় ক্রিকেটের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার। আমার মতে, ওর আরও কৃতিত্ব প্রাপ্য।’
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহসুখ বৃদ্ধি ও সপরিবারে আনন্দ উপভোগ। অন্যের দোষের দায়বহন করতে হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা