খেলা

ফের সোনা হাতছাড়া নীরজ চোপড়ার

ব্রাসেলস: ডায়মন্ড লিগে সেরার মুকুট পুনরুদ্ধারে ব্যর্থ নীরজ চোপড়া। মাত্র ০.০১ মিটারের জন্য সোনা হাতছাড়া নীরজ চোপড়ার। শনিবার ডায়মন্ড লিগের ফাইনালে দ্বিতীয় স্থানে শেষ করলেন টোকিও ওলিম্পিকস চ্যাম্পিয়ন। এদিন ব্রাসেলসে তৃতীয় প্রচেষ্টায় ৮৭.৮৬ মিটার জ্যাভেলিন ছুড়েন নীরজ। কিন্তু সেটা অ্যান্ডারসন পিটার্সকে ছাপিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ছিল না। কারণ, গ্রেনাডার তারকা প্রথম প্রচেষ্টাতেই ৮৭.৮৭ মিটার জ্যাভেলিন ছুড়েছিলেন। আর শেষ পর্যন্ত সেটাই তাঁকে সোনা জেতাল। উল্লেখ্য, প্যারিস ওলিম্পিকসের পর লুসান ডায়মন্ড লিগেও রুপো জিতেছিলেন নীরজ। আর এদিন ডায়মন্ড লিগের ফাইনালেও ফের পদকের রং বদলাতে ব্যর্থ পানিপতের পুত্তর। সেই সঙ্গে ম্যাজিক ফিগার ৯০ মিটারও অধরা থেকে গেল।
ডায়মন্ড লিগ ফাইনালের শেষ দুই আসরেও উজ্জ্বল পারফরম্যান্স মেলে ধরেছিলেন নীরজ চোপড়া। ২০২২ সালে হয়েছিলেন  চ্যাম্পিয়ন। আর ২০২৩-এ রুপোতে সন্তুষ্ট থাকতে হয়েছিল ভারতীয় তারকাকে। তাই আশা করা হচ্ছিল, এবার সোনা পুনরুদ্ধার করবেন তিনি। তবে তিনি প্রত্যাশা পূরণে সফল হননি। বিশেষজ্ঞদের মত, সোনার সরণিতে ফিরতে নীরজকে তাঁর গেমে আরও উন্নতি করতে হবে। যদিও এদিন তিনি শুরুটা করেছিলেন আশা জাগিয়েই। প্রথম প্রচেষ্টায় ৮৬.৮২ মিটার জ্যাভেলিন ছোড়েন তিনি। দ্বিতীয়বার ৮৩.৪৯। তবে তিন নম্বর থ্রো ৮৭.৮৬ মিটার অতিক্রম করার পর স্বপ্ন দেখাচ্ছিলেন নীরজ। কিন্তু পরের তিনটি থ্রো’তে তিনি জ্যাভেলিন ছোড়েন যথাক্রমে ৮২.০৪, ৮৩.৩০ ও ৮৬.৪৬।  এদিকে, ৮৫.৯৭ মিটার ছুড়ে ডায়মন্ড লিগ ফাইনালে ব্রোঞ্জ জিতলেন জার্মানির জুলিয়ান ওয়েবার।
20d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা