খেলা

বাঁ হাতে চিড় নিয়েই ডায়মন্ড লিগের ফাইনালে রুপো ভারতীয় তারকার, প্রত্যাশাপূরণ হয়নি, হতাশার সুর নীরজের গলায়

ব্রাসেলস: প্যারিস ওলিম্পিকসে পদক জিতলেও মুকুটরক্ষা হয়নি। ডায়মন্ড লিগেও এল না সেরার খেতাব। শনিবার ডায়মন্ড লিগের ফাইনালে মাত্র ১ সেন্টিমিটারের জন্য চ্যাম্পিয়ন হতে পারলেন না নীরজ চোপড়া। ৮৭.৮৬ মিটার ছুড়ে দ্বিতীয় হলেন ভারতের তারকা জ্যাভেলিন থ্রোয়ার। ২০২২ সালে এই আসরেই সেরা হয়েছিলেন তিনি। পরের দু’বছর রুপোতেই সন্তুষ্ট থাকতে হল ২৬ বছর বয়সিকে। তবে সেটাও কম কৃতিত্বের নয়। কারণ কুঁচকির পুরনো সমস্যার পাশাপাশি বাঁ হাতের চোট নিয়েই সেরাটা উজাড় করে দিয়েছিলেন তিনি। 
ব্রাসেলসে দ্বিতীয় হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় নীরজ জানান, ‘অনুশীলনে চোট পেয়েছিলাম বাঁ হাতে। এক্স-রে করে দেখা যায় চতুর্থ মেটাকারপাল ভেঙে গিয়েছে। ফলে প্রতিযোগিতায় নামা আমার কাছে রীতিমতো চ্যালেঞ্জের ব্যাপার ছিল। শেষ পর্যন্ত সাপোর্ট টিমের আপ্রাণ চেষ্টায় ব্রাসেলসে নামতে পেরেছি।’ উল্লেখ্য, মেটাকারপালকে তালুর হাড় হিসেবেও চিহ্নিত করা হয়। কব্জি ও আঙুলের মধ্যে এর অবস্থান। হাতের পাঁচটি আঙুলের সঙ্গে যুক্ত থাকে মেটাকারপাল। ফলে প্রতিটি হাতে এর সংখ্যা থাকে পাঁচ। নীরজ জ্যাভেলিন ছোড়েন ডান হাতে। কিন্তু ছোড়ার পর শরীরের ভারসাম্য রক্ষার কাজে বড় ভূমিকা থাকে বাঁ হাতের। জ্যাভেলিন ছোড়ার ফলোথ্রু-তে জমিতে বাঁ হাত ঠেকিয়েই সংঘর্ষ আটকান তিনি। কিন্তু শনিবার ব্রাসেলসে তা করা যায়নি। যতটা সম্ভব বাঁ হাতের ব্যবহার এড়িয়েছেন নীরজ। সেই দৃষ্টিকোণে এদিনের পারফরম্যান্সের তাৎপর্যই আলাদা।
বছরভর ফিটনেস নিয়ে ভুগছেন নীরজ। কুঁচকির চোটের জন্য কখনওই সেরাটা মেলে দিতে পারেননি। ওলিম্পিকসে আসেনি সোনা। ৯০ মিটারের গণ্ডিও অল্পের জন্য টপকানো যায়নি। শোনা যাচ্ছিল, তাঁর কুঁচকিতে অস্ত্রোপচার করতে হতে পারে। এর মধ্যেই বাঁ হাতের চোট পরিস্থিতি আরও জটিল করেছে। তবে আপাতত বড় কোনও প্রতিযোগিতা সামনে নেই নীরজের। পরের বছর টোকিওতে বিশ্ব চ্যাম্পিয়নশিপ রয়েছে ১৩-২১ সেপ্টেম্বর। গতবার এখানে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। সেই সাফল্য ধরে রাখাই লক্ষ্য তাঁর। অবশ্য তার আগে নিজেকে একশোভাগ ফিট করে তোলাই বড় চ্যালেঞ্জ পানিপতের তারকার।
এই বছর অবশ্য প্রত্যাশাপূরণ হয়নি নীরজের। ১৮ জুন ফিনল্যান্ডে পাভো নুরমি গেমস ছাড়া কোথাও চ্যাম্পিয়ন হননি। তাঁর কথায়, ‘ব্রাসেলসের চ্যাম্পিয়ন্স লিগই ছিল বছরের শেষ প্রতিযোগিতা। প্রবলভাবে জিততে চেয়েছিলাম। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হল না। তবে এই মরশুমে অনেক কিছুই শিখেছি। এবার পুরো সুস্থ হয়ে ফিরতে বদ্ধপরিকর। নতুনভাবে ঝাঁপিয়ে পড়াই আমার ফোকাস। বছরজুড়ে যাঁরা পাশে থেকেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। ২০২৪ সাল আমাকে আরও উন্নত অ্যাথলিট ও মানুষ হিসেবে পরিণত করেছে।’
22d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সঞ্চীয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা