বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

সবুজ-মেরুনে সপ্তম বিদেশি নুনো রেইজ, মহমেডানের মুখের গ্রাস কাড়ল মোহন বাগান

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দল বদলের শেষ ল্যাপে আসর জমাল মোহন বাগান সুপার জায়ান্ট। কেড়ে নিল মহমেডান স্পোর্টিংয়ের মুখের গ্রাস। অর্থবল কাজে লাগিয়ে সাদা-কালো ব্রিগেডে প্রায় চূড়ান্ত হয়ে যাওয়া নুনো রেইজকে সই করাল সবুজ-মেরুন শিবির। রবিবার পর্তুগিজ ডিফেন্ডারের সঙ্গে এক বছরের চুক্তির কথা ঘোষণা করল ম্যানেজমেন্ট। এদিন নুনোর সইয়ের খবর উস্কে দিল আট-নয়ের দশকের ময়দানি দলবদলের স্মৃতি। আসলে এসিএল ২-এর আগে রক্ষণের শক্তি বাড়াতেই সপ্তম বিদেশি হিসেবে নুনোকে দলে নিল মোহন বাগান। সেই সঙ্গে আইসএলের ব্যাক-আপ প্ল্যানও তৈরি রাখল ম্যানেজমেন্ট। সই পর্ব শেষে রেইজ বলেন, ‘কলকাতার আরও একটি দলের সঙ্গে কথা হয়েছিল। কিন্তু ঐতিহ্যের টানেই সবুজ-মেরুনের সঙ্গে চুক্তিবদ্ধ হলাম।’
আইসএলের মঞ্চে অভিষেকেই ‘ঘেঁটে ঘ’ মহমেডান স্পোর্টিং। প্রথমে ইনভেস্টর সংক্রান্ত জট। তার জেরে দেরিতে প্রস্তুতি আরম্ভ করে সাদা-কালো শিবির। এরপর মরশুম শুরুর আগেই দলের তারকা মিডিও কাদিরির চোট। তার জেরে বেকায়দায় পড়ে সাদা-কালো শিবির। চোট পাওয়া ডিফেন্সিভ মিডিওর বদলি হিসেবে ফ্রি-ফুটবলার রেইজের সঙ্গে পাকা কথা সেরে ফেলেছিল থিঙ্কট্যাঙ্ক। তাঁকে ঘিরে আইএসএলের পরিকল্পনাও শুরু করেছিল সাদা-কালো শিবির। মহমেডান কর্তারা দাবি করেছিলেন প্রাথমিক চুক্তি নাকি সারা হয়ে গিয়েছে। এমনকী ভিসার আবেদনও করেছেন পর্তুগিজ ডিফেন্ডার। কিন্তু তাদের বাড়াভাতে ছাই ফেলে দিল সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। লোভনীয় প্রস্তাবে মেলবোর্ন সিটির প্রাক্তনীকে তুলে নিল গতবারের লিগ-শিল্ড চ্যাম্পিয়নরা। রবিবার এই প্রসঙ্গে মহমেডানের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস বলেন, ‘মোহন বাগানের মোটা অঙ্কের প্রস্তাবের কাছে হারতে হল আমাদের। শেষ মুহূর্তে নুনোর মত বদলে আমরাও বিস্মিত। তবে আমরা দ্রুত খুঁজে নেব কাদিরির বিকল্প।’
রেইজের বায়োডেটা তাক লাগানোর মতো। যুব পর্যায়ে পর্তুগিজ জার্সিতে ৭৫টি ম্যাচের পাশাপাশি ক্লাব ফুটবলে খেলেছেন ফ্রান্স, বেলজিয়াম, গ্রিস ও বালগেরিয়ায়। এরপর ২০২১-২৪ পর্যন্ত তিনি ছিলেন মেলবোর্ন সিটিতে। সেই সময় জেমি ম্যাকলারেনের সঙ্গেও খেলেছেন এই পর্তুগিজ ডিফেন্ডার। তাঁর অভিজ্ঞতা কাজে লাগাতে চায় মোহন বাগান। আসলে ডুরান্ড কাপ ফাইনালের পর আইএসএলের প্রথম ম্যাচেও তাদের রক্ষণের দুর্বলতা প্রকট হয়েছে। তাই কালবিলম্ব না করে রেইজকে সই করাল থিঙ্কট্যাঙ্ক। তাঁর অন্তর্ভুক্তিতে চাপ বাড়ল আলড্রেড ও আলবার্তোর উপর। আগামী বুধবার এসিএল ২-এর ম্যাচে ঘরের মাঠে রভশন এফসি’র মুখোমুখি হবে মোহন বাগান। সোমবার শুরু হবে তার চূড়ান্ত প্রস্তুতি।
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা