সিনেমা

ঋতুপর্ণার পাশে টলিউড

‘আপনারা কি ভুলে গেলেন, নারীর মৌলিক মর্যাদা, সম্মান ও অধিকার ক্ষুণ্ণ করার বিচার চাইতে সকলে রাস্তায় নেমেছেন? প্রিয় কলকাতাবাসী, ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে আপনারা যা করলেন, তা নিন্দনীয়’, বলছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। বুধবার রাতে শ্যামবাজারে তাঁর সহ অভিনেত্রী ঋতুপর্ণার সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা মেনে নিতে পারেননি প্রথম দিন থেকে আন্দোলনের সঙ্গে থাকা সুদীপ্তা। তিনি বলেছেন, ‘ওঁর মতামত, ভিডিও পছন্দ নাও হতে পারে। আন্দোলনে গো ব্যাক স্লোগানও গ্রহণযোগ্য। আপনাদের কথা মেনে এলাকা ছেড়ে চলে যান তিনি। তারপর ওঁর গাড়ির উপর চড়াও হওয়া কি উচিত? ভয়াবহ ঘটনা! আমি এর তীব্র নিন্দা করছি।’ কেবল সুদীপ্তা নন। ঋতুপর্ণার পাশে দাঁড়িয়েছে টলি পাড়ার অনেকেই। পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় লিখেছেন, ‘ঋতুপর্ণার সঙ্গে এই অমানবিক আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাই। সকলে আন্দোলনে শামিল হতে গিয়েছিলেন। কেউ কাউকে আটকাতে পারেন না।’ অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায় লিখেছেন, ‘ঋতুপর্ণার অপমানের তীব্র সমালোচনা করছি।’ সাধারণ মানুষের কাছে অনন্যা অনুরোধ করেছেন, ‘নিজের লড়াইটা বেছে নিন। এখন অনেকেই লক্ষ্যভ্রষ্ট করার চেষ্টা করবেন। তাঁদের সফল হতে দেবেন না।’ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন অভিনেতা ঋষভ বসু। তিনি ও উপস্থিত আরও কয়েকজন জনরোষ থেকে কোনওক্রমে বের করে আনেন অভিনেত্রীকে। ভিড়ে দু-একজন মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ ঋষভের। অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ও এই ঘটনার সমালোচনা করেছেন। চূর্ণী গঙ্গোপাধ্যায়, জিতু কমল, তথাগত মুখোপাধ্যায়, অপরাজিতা আঢ্য সহ অনেকেই সমালোচনায় মুখর হন। এক মহিলার বিচার চাইতে গিয়ে আর এক মহিলাকে এই হেনস্তা কি সমর্থনযোগ্য? শুধু টলিউড নয়, এ প্রশ্ন উঠেছে নানা মহলে।  
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা