বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
সিনেমা

নিজের কাজ সঠিকভাবে করলেই হবে: শাশ্বত

নারায়ণ সান্যালের ‘কাঁটায় কাঁটায়’ সিরিজের রোমাঞ্চ এবার ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে। সিরিজে আইনজীবী পি কে বসুর চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। বহু আগে তিনি নারায়ণ সান্যালের লেখা পড়লেও উত্তম কুমার অভিনীত ‘যদি জানতেম’ দেখে রোমাঞ্চিত হয়েছিলেন। অভিনেতা জানালেন, বেশ অন্যরকম ভালোলাগা কাজ করছে তাঁর। পাশাপাশি চরিত্র পর্যবেক্ষণ করেছেন। চিত্রনাট্যই তাঁর অভিনয়কে লালন করবে বলে বিশ্বাস করেন শাশ্বত। সে কারণেই আসল গল্পকে মাথায় রেখে চিত্রনাট্যে ভর করে শাশ্বত নিজেকে পি কে বসুর মতো করে তৈরি করেছেন। ‘অরণ্যের দিনরাত্রি’র উদাহরণ দিয়ে অভিনেতা বললেন, ‘সত্যজিৎ রায়ও গল্পের বিন্দু থেকে সরে গিয়ে ছবির জন্য অন্যরকম চিত্রনাট্য তৈরি করেছিলেন। সুনীল গঙ্গোপাধ্যায় সেজন্য মোটেই খুশি হননি। পরিচালকের এই বদলের জন্যই আজও অন্যতম সেরা ছবি অরণ্যের দিনরাত্রি’। 
দক্ষিণ এবং বলিউড— এই দুই ইন্ডাস্ট্রিতেই পরপর কাজ করছেন শাশ্বত। প্রত্যেক ইন্ডাস্ট্রির কাজের ধরন ভিন্ন। সেটা মনে রেখেও কোনও পদ্ধতিগত বদল কি বাংলা ইন্ডাস্ট্রিতে আনা উচিত বলে মনে করেন শাশ্বত? তাঁর উত্তর, ‘আমাদের বাজেট কম। বিশ্রামের সময় পাওয়া যায় না। ওই দুই ইন্ডাস্ট্রির হাতে সময় আছে। একটা কাজের জন্য তিনজন লোককে নেওয়ার ক্ষমতা টলিউডের নেই। বরং এখানে একজন লোককে পাঁচটা কাজ করতে হয়। আমার মতে হিসেব করে চলা উচিত।’ তাঁর অভিনয়ে নিঃসন্দেহে সমৃদ্ধ হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি। কিন্তু তাছাড়াও একজন সিনিয়র হিসেবে কি টলিউডকে আরও কিছু তাঁর দেওয়ার রয়েছে? অভিনেতার সাফ জবাব, ‘যার যেটা কাজ, সে যদি সেটাই সঠিকভাবে করে তাহলেই হবে। টেলিভিশনে কিছুদিন পরিচালনার কাজ করেছিলাম। এর বাইরে আমার মনে হয় না অভিনেতা হিসেবে আমার আলাদা করে কিছু দায়বদ্ধতা থাকতে পারে।’
রহস্য শাশ্বতর পিছু ছাড়ে না। এর আগে ‘শবর’ বা ‘প্রলয়’-এর অনিমেষ দত্তর মতো চরিত্র করেছেন তিনি। অভিনেতার পর্যবেক্ষণ, দর্শক তাঁকে পছন্দ করেন। সে কারণেই পরিচালকদের পছন্দের তালিকায় রয়েছেন তিনি। সম্প্রতি ‘কারাগার’ খ্যাত পরিচালক সৈয়দ আহমেদ শাওকির সঙ্গে ‘গুলমোহর’ সিরিজে কাজ করেছেন শাশ্বত। এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে অভিনেতার আক্ষেপ, ‘শুধু শিল্প নয়। সব ক্ষেত্রেই এই অস্থিরতার প্রভাব পড়বে। অশান্তিই কিন্তু অশান্তির জন্ম দেয়।’
শুভম সেনগুপ্ত
ছবি: দীপেশ মুখোপাধ্যায়
5Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা