দেশ

মুখ্যমন্ত্রী হতে চাই, অনিল ভিজের দাবি ঘিরে প্রকাশ্যে হরিয়ানা বিজেপির অন্তর্দ্বন্দ্ব

চণ্ডীগড়:  বিধানসভা নির্বাচনের প্রচার জোরকদমে শুরু হয়েছে হরিয়ানায়। শাসক দল বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নায়েব সিং সাইনি। কিন্তু ভোটের আগে মুখ্যমন্ত্রীর কুর্সিতে নিজের দাবি জানালেন গেরুয়া দলের প্রবীণ নেতা তথা প্রাক্তন মন্ত্রী অনিল ভিজ।  রবিবার তিনি বলেছেন, দল ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী হতে চাই। আর তাঁর এই মন্তব্যে বিজেপির অন্তর্দ্বন্দ্ব ফের প্রকাশ্যে চলে এল বলে মনে করা হচ্ছে। রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকেই সামনে এসেছে দলের অন্দরের সংঘাত। আসন বদল নিয়ে দলের রাজ্য সভাপতি মোহনলাল বাদোলি ও মুখ্যমন্ত্রী  সাইনির মধ্যে কার্যত বাকযুদ্ধ বেধে গিয়েছিল। এবার অনিলের মন্তব্যে অস্বস্তি বাড়ল বিজেপির। 
এদিন অনিল  বলেন, ‘আমি দলের অন্যতম পুরোনো বিধায়ক। এপর্যন্ত ছ’টি নির্বাচন জিতেছি। সপ্তমবার ভোটের ময়দানে নামছি। কিন্তু এতদিন দলের কাছ থেকে কিছুই চাইনি। সম্প্রতি  হরিয়ানার নানা প্রান্তের মানুষজন, দলীয় কর্মী-সমর্থকরা আমাকে মুখ্যমন্ত্রী পদে দেখার আগ্রহের কথা জানিয়েছেন।’ মুখ্যমন্ত্রী পদে যেখানে বিজেপি হাইকমান্ড সাইনির উপর আস্থা রেখেছে, সেখানে অনিলের দাবি কার্যত দলের সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে।  যদিও অনিলের যুক্তি, দাবি করার ক্ষেত্রে তো কোনও বাধা নেই। তিনি শুধুমাত্র নিজের মতামত জানিয়েছেন। এবার দল সিদ্ধান্ত নেবে। উল্লেখ্য, এর আগে মুখ্যমন্ত্রীর চেয়ারের খুব কাছে এসেও খালি হাতে ফিরতে হয়েছে অনিলকে। ২০১৪ সালে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে সামনের সারিতে ছিলেন তিনি। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব বেছে নেয় মনোহর লাল খট্টরকে। দলের একাংশের কথায়, খট্টর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ঘনিষ্ঠ ছিলেন। এরপর সাইনি মুখ্যমন্ত্রী হওয়ায় আরও একবার উপেক্ষিত হতে হয় অনিলকে।
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহসুখ বৃদ্ধি ও সপরিবারে আনন্দ উপভোগ। অন্যের দোষের দায়বহন করতে হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা